
নওগাঁ, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : নওগাঁয় সাধারণ চাল ভারতীয় বাসমতি ফরচুনের প্যাকেটে মোড়কজাত করে বিক্রি করে আসছিল কয়েকটি প্রতিষ্ঠান। এমন অভিযোগে আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পৌর চাল বাজার ও পুরাতন মাছ বাজারে জাতীয় ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ। তিনি জানান, সাধারণ চালকে ফরচুন প্যাকেটে মোড়কজাত করে বাসমতি বলে বিক্রির অভিযোগ আসছিল। ঘটনায় সত্যতা যাচাইয়ে বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কয়েকটি দোকানে ভারতীয় বাসমতি ফরচুন চালের প্যাকেট পাওয়া যায়।
তিনি বলেন, সত্যতা পাওয়ায় ভেজাল পণ্য বিক্রয় ধারা-৪১ আইনে চারজন খুচরা চাল ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে মা লক্ষ্মী ভান্ডারকে ৫ হাজার টাকা, টিংকু চালঘরকে ২ হাজার টাকা, সালমান এন্ড সাব্বির ব্যাগ হাউজ ও রুমি ট্রেডার্সকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রুবেল আহমেদ বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ভেজাল পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এ সময় পুলিশের সদস্যরা উপস্থিতি ছিলেন।