
গাজীপুর, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন।
আজ বুধবার বিকেলে জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মোতাসেম বিল্লাহসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় সভায় গাজীপুর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন গাজীপুর ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বক্তব্য দেন। তারা জেলার সার্বিক উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
সাংবাদিকদের বক্তব্য শুনে জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, উচ্ছেদ কার্যক্রমসহ প্রশাসনিক সব
দায়িত্ব পালনে মানবিকতা, স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, গাজীপুরে যতদিন দায়িত্বে থাকব, মানুষের কল্যাণে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা নিয়ে কাজ করার চেষ্টা করব।
তিনি সাংবাদিকদের নিরপেক্ষ সহযোগিতা চান এবং গণমাধ্যমকে উন্নয়ন, সুশাসন ও জনসেবার অংশীদার হিসেবে উল্লেখ করেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন গাজীপুর প্রেসক্লাবের বর্তমান তত্ত্বাবধায়ক সদস্য ও সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি নাসির আহমেদ, মুজিবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সেক্রেটারি মুহাম্দ হেদায়েত উল্লাহ, শরীফ আহমেদ শামীম, রেজাউল বারী বাবুল, শেখ মোহাম্মদ আজিজুল হক, আমিনুল ইসলাম, এসএম রিপন শাহসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।