
খুলনা, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ এর সদস্যরা যশোরের মনিহার থেকে ৪ লাখ ২৯ হাজার টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। এ সময় জাল নোট তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেপ্তার ইব্রাহিম গাজী (১৯) সাতক্ষীরার পাটকেলঘাটা থানার গণেশপুর গ্রামের কাশেম আলী গাজীর ছেলে।
শুক্রবার র্যাব-৬-এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ (সিপিসি-৩)এর একটি দল দুপুরে কোতোয়ালি মডেল থানার মনিহার সিনেমা হলের পাশে একটি চায়ের দোকানে অভিযান চালায়। সেখানে বেশ কয়েকজন ব্যক্তি জাল টাকা বিক্রির জন্য অপেক্ষা করছিল। এ সময় ইব্রাহিম গাজীকে গ্রেপ্তার করা হয়। র্যাব সদস্যরা তার কাছ থেকে ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি স্বীকার করে তার বাড়িতে আরও জাল নোট এবং ছাপার সরঞ্জাম মজুত রয়েছে। পরে গণেশপুর গ্রামে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে কম্পিউটার সরঞ্জাম, একটি রঙিন প্রিন্টার এবং জাল টাকা তৈরিতে ব্যবহৃত অন্যান্য উপকরণসহ আরও ৩ লাখ ৩৯ হাজার ৬শ’ টাকার জাল নোট উদ্ধার করে। দুটি অভিযানে মোট ৪ লাখ ২৯ হাজার ৬শ’ টাকার জাল নোট জব্দ করা হয়।
ইব্রাহিম গাজ কে জব্দকৃত মালামালসহ যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।