দিনাজপুরে ৩ দিনব্যাপী পিঠা উৎসব শুরু

বাসস
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১১:৪৪
ছবি: বাসস

দিনাজপুর, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : দিনাজপুরে তিন দিনব্যাপী উদ্যোক্তা পিঠা উৎসব শুরু হয়েছে। জেলা প্রশাসন ও  মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ আয়োজন করেছে।

গতকাল শুক্রবার রাত ৯ টায় দিনাজপুর শহরের লোক ভবন মাঠে পিঠা উৎসবের  উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন ও উদ্যোক্তাদের সমন্বয়ে মেলাটি শুরুর দিনেই জমজমাট হয়ে ওঠে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক। 

তিনি বলেন, অগ্রহায়ণ মাসে শীতের আমাজে গ্রামীণ জনগোষ্ঠী পিঠা দিয়ে মেহমানদারি করে থাকে। কালের বিবর্তনে অনেক কিছু হারিয়ে যেতে বসেছে। কিন্তু গ্রাম বাংলার দীর্ঘ দিনের পিঠা উৎসবকে কখনোই বিলীন হয়ে যেতে দেওয়া যাবে না। এ জন্য সরকারি ব্যবস্থাপনায় মহিলা অধিদপ্তরের সংগঠনগুলোর অংশগ্রহণে এই পিঠা উৎসবের উদ্বোধন  করা হলো। আশা করছি এই পিঠা মেলায় আসা নতুন প্রজন্মের তরুণেরাসহ সব শ্রেণী-পেশার দর্শনার্থী তৃপ্তি সহকারে পিঠা খেতে পারবেন। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোর্শেদ আলী খান ও সম্মানিত অতিথি জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. নাজমুল হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার কর্মকর্তা রেজভীন শারমিনাজ ইসলাম রুমানা।

পিঠা মেলায় নারী উদ্যোক্তাদের ৩২টি স্টল স্থান পেয়েছে। উদ্যোক্তা মেলা উদ্বোধনের পূর্বে প্রধান অতিথি, অনুষ্ঠানের সভাপতিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পিঠা মেলা বিকেল থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চালু থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে
খুলনায় অবসরপ্রাপ্ত সদস্যদের সশস্ত্র বাহিনী দিবস পালিত
আলেমদের রাষ্ট্রীয় দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে : ধর্ম উপদেষ্টা
৪৯১ রানে এগিয়ে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পরিকল্পনা মানলে হয় ‘মর্যাদা’ নয়তো মিত্র হারাবে ইউক্রেন : জেলেনস্কি
দিনাজপুরে ৩ দিনব্যাপী পিঠা উৎসব শুরু
মোংলা নৌঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
ভূমিকম্পে ঢাবির ক্ষতিগ্রস্ত হল ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
বরগুনায় ৪ ভুয়া চিকিৎসক আটক
১০