মোংলা নৌঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

বাসস
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১১:৩৯
ছবি: বাসস

বাগেরহাট, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : যথাযোগ্য মর্যাদায় বাগেরহাটের মোংলা বন্দরের নৌঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার নৌবাহিনীর যুদ্ধজাহাজ সাধারণ নাগরিকদের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়, যা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। মোংলা বন্দরের উপপরিচালক মো. মাকরুজ্জামান তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ ফজর দেশ ও জাতির অগ্রগতি, সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎবরণকারীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে সশস্ত্র বাহিনীর অবদান, সাফল্য ও দায়িত্বশীল ভূমিকা তুলে ধরে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

দিবসকে ঘিরে মোংলায় নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, নৌপরিবার শিশু নিকেতন এবং খুলনায় অবস্থিত নৌবাহিনীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

এছাড়া মোংলা নেভাল জেটি দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। তারা নৌবাহিনীর কার্যক্রম ও সক্ষমতা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে
খুলনায় অবসরপ্রাপ্ত সদস্যদের সশস্ত্র বাহিনী দিবস পালিত
আলেমদের রাষ্ট্রীয় দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে : ধর্ম উপদেষ্টা
৪৯১ রানে এগিয়ে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পরিকল্পনা মানলে হয় ‘মর্যাদা’ নয়তো মিত্র হারাবে ইউক্রেন : জেলেনস্কি
দিনাজপুরে ৩ দিনব্যাপী পিঠা উৎসব শুরু
মোংলা নৌঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
ভূমিকম্পে ঢাবির ক্ষতিগ্রস্ত হল ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
বরগুনায় ৪ ভুয়া চিকিৎসক আটক
১০