বরগুনায় ৪ ভুয়া চিকিৎসক আটক

বাসস
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১১:২৪
বরগুনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ভুয়া চিকিৎক আটক । ছবি : বাসস

বরগুনা, ২২ নভেম্বর ২০২৫ (বাসস) : বরগুনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম  শরিয়াত উল্লাহর নেতৃত্বে শের ই বাংলা সড়কে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ভুয়া চিকিৎসকদের আটক করে শের ই বাংলা সড়কের ফার্মেসিপট্টির ভুয়া চিকিৎসক জহিরুল ইসলাম সৌরভের চেম্বারে নিয়ে আদালত পরিচালনা করা হয়।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়াত উল্লাহ ও সিভিল সার্জনের প্রতিনিধি ডা. রফিকুল ইসলামের মাধ্যমে সার্টিফিকেট যাচাই-বাছাই করা হয়। পরে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২৯ ধারায় দুইজনকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন—বিধান রঞ্জন সরকার ও দীলিপ কুমার দাস। মুচলেকার মাধ্যমে তারা চিকিৎসা না করার অঙ্গীকার করেন। এছাড়া বাকি দুই ভুয়া চিকিৎসক জহিরুল ইসলাম সৌরভকে দেড় বছরের কারাদণ্ড এবং এসকে লস্করকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে গত ২৮ জুন একই ধরনের অভিযোগে ৭ ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছিল। ওই অভিযানের তালিকায় জহিরুল ইসলাম সৌরভ ও বিধান রঞ্জন সরকারও ছিলেন। তখন তারা আর চিকিৎসা না করার মুচলেকা দিয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে
খুলনায় অবসরপ্রাপ্ত সদস্যদের সশস্ত্র বাহিনী দিবস পালিত
আলেমদের রাষ্ট্রীয় দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে : ধর্ম উপদেষ্টা
৪৯১ রানে এগিয়ে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পরিকল্পনা মানলে হয় ‘মর্যাদা’ নয়তো মিত্র হারাবে ইউক্রেন : জেলেনস্কি
দিনাজপুরে ৩ দিনব্যাপী পিঠা উৎসব শুরু
মোংলা নৌঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
ভূমিকম্পে ঢাবির ক্ষতিগ্রস্ত হল ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
বরগুনায় ৪ ভুয়া চিকিৎসক আটক
১০