
সাভার, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপি উন্নয়ন ও শান্তিতে বিশ্বাস করে।
আজ শনিবার সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া বাগবাড়ি মোড় এলাকায় উন্নয়ন কাজ উদ্বোধন শেষে নির্বাচনি গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।
আমান উল্লাহ আমান বলেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। বিএনপিতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের ঠাঁই নেই। এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বানও জানান।
পরে ভাকুর্তা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা-কীর্তনে অংশগ্রহণ করেন।
স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।