কাবাডিতে উজ্জ্বল সম্ভাবনা দেখছেন এস এম নেওয়াজ সোহাগ

বাসস
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৯:৫২

ঢাকা, ২২ নভেম্বর ২০২৫ (বাসস) : বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণের পর ১৮টি ইভেন্ট হয়েছে, ৬টি আন্তর্জাতিক আসরে পাঁচটিতে সাফল্য এসেছে। প্রথম অর্জন ছিল এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো পদক জয়। 

প্রথমবারের মতো যুব এশিয়ান গেমসের বালক ও বালিকা বিভাগে পদক জয় করে বাংলাদেশ। প্রথমবারের মতো পদক নিশ্চিত হয়েছে নারী বিশ্বকাপেও। তার বাইরে পুরুষ দল নেপালের বিপক্ষে টেস্ট জিতেছে ৪-১ ব্যবধানে। 

নারী দল নেপালের কাছে ৩-২ ব্যবধানে অ্যাওয়ে সিরিজ হেরেছে।

এসব অর্জনের কারনে কাবাডিতে বাংলাদেশের সম্ভাবনা বেশ উজ্জ্বল বলে মনে করছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। 

আজ থাইল্যান্ডকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৪০-৩১ পয়েন্টে হারিয়ে প্রথমবারের মত নারী কাবাডি বিশ্বকাপে পদক নিশ্চিত করেছে বাংলাদেশ। এ সম্পর্কে সোহাগ বলেন, ‘আলহামদুলিল্লাহ। কাবাডি ফেডারেশনের নতুন কমিটির চ্যালেঞ্জ ছিল, একটা অবস্থান তৈরি করার চ্যালেঞ্জ। আগেও বলেছি, বাংলাদেশের মেয়েরা ভালো খেলছে, ভালো খেলবে- এটা সম্ভাবনার জায়গা। আজকে সেমিফাইনালে উঠে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে। এটা আমরা অর্জন করেছি। বিশ্ব র‌্যাংকিংয়ে বাংলাদেশ পঞ্চম স্থানে ছিল। আজকে সেরা চারে ফিরে এসেছে। বিশ্বকাপেই কিন্তু এ অবস্থান থেকে উন্নতি করার সুযোগ আছে।

এই অর্জনে সকলের অবদান আছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ কাবাডি ফেডারেশনসহ আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনও সহায়তা করেছে। বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে আমরা নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পেরেছি। এ আয়োজনকে পূর্ণতা দিয়েছে নারী দল, দারুণ খেলা উপহার দিয়ে পদক জয়ের মাধ্যমে।’

ফেডারেশনের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘বাংলাদেশের কাবাডি সম্ভাবনার জায়গা- এটা আমি সবসময় বলে আসছি। আজকে সেটা নতুন করে প্রমাণ করতে পেরেছি আমরা। আজ আমি আনন্দিত। এমন সহযোগিতা সকলের কাছ থেকে চাই। সকলে যদি এভাবে পাশে থাকেন, তাহলে বাংলাদেশের কাবাডি আরও এগিয়ে যাবে।

কাবাডি খেলাটাই চাপের। প্রতি মিনিটে চিত্র পাল্টে যায়। আজকের ম্যাচে একবার বাংলাদেশের লিড, আবার থাইল্যান্ড লিড নিয়েছিল। এই যে পরিবর্তন আসছে, একটা দল যদি ভুল করে, ফলাফলে তার প্রভাব পড়বে। 

সেটা বাংলাদেশ কিংবা থাইল্যান্ড- যেই হোক না কেন। এই পরিবর্তনের কারণে বাংলাদেশ ৯ পয়েন্টের ব্যবধানে ম্যাচ জিতেছে। এখানে যারা এসেছেন, আমি তাদের আতিথেয়তা নিশ্চিত করেছি। ম্যাচের শুরুর দিন থেকে মানসিক চাপ তো ছিলই। চাপটা এখন মুক্ত হয়েছে। বাংলাদেশ ভালো খেলেছে। একটা অবস্থান তৈরি হয়েছে।

আমাদের আগে বিশ্বকাপে পদক ছিল না, আজ হয়েছে, এটা বড় অর্জন। এখন কাজের শেষ নেই। আমার টার্গেট এশিয়ান গেমস। ২০২৬ এশিয়ান গেমস পর্যন্ত ক্যাম্প চলবে।

প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। দীর্ঘদিন পর আমরা প্রথমবারের মতো সেরা চার র‌্যাংকিংয়ে এসেছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দ্বীনের ব্যাপারে সিদ্ধান্ত আলেম-ওলামাদের পক্ষ থেকে আসা প্রয়োজন : ধর্ম উপদেষ্টা
আমাদের একমাত্র এজেন্ডা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা : সিইসি
ভারত আইনগতভাবে হাসিনাকে প্রত্যর্পণে বাধ্য : এ এন এম মুনিরুজ্জামান
বিএনপি উন্নয়ন ও শান্তিতে বিশ্বাস করে : আমান উল্লাহ আমান
ভূমিকম্পে নিহত মেডিকেল শিক্ষার্থী রাফির দাফন বগুড়ায় সম্পন্ন
সেঞ্চুরি না পাওয়ায় মোমিনুল-সাদমানদের মন খারাপ : আশরাফুল
রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত
কাবাডিতে উজ্জ্বল সম্ভাবনা দেখছেন এস এম নেওয়াজ সোহাগ
জটিল ও আধুনিক সার্জারির জন্য চিকিৎসকদের প্রশিক্ষণের পথ সহজ করা জরুরি : ডা. নাদিম আহম্মদ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত
১০