
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানী ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৭।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের টেলিপ্রিন্টার অপারেটর মো. গোলাম মোস্তফা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকার বাড্ডায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৭।’
গত ৩৬ ঘণ্টার কম সময়ে এ নিয়ে দেশে তৃতীয়বার ভূমিকম্প অনুভূত হলো।
এর আগে শুক্রবার বেলা ১০টা ৩৯ মিনিটে প্রথম দফায় ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটির উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে।
প্রথম দফার ভূমিকম্পের পরদিন আজ শনিবার বেলা ১০টা ৩৬ মিনিটে আরেকবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। এটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।