
সাতক্ষীরা, ২৬ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতার।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এফ এম মান্নান কবীরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে ২২টি স্টল স্থান পেয়েছ। এতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদি পশু বিশেষ করে গাভী, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, কবুতর, সৌখিন পাখি এবং বিভিন্ন পোষা পশু-পাখি প্রদর্শন করা হয়।