রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ই-কার্ট সার্ভিস চালু

বাসস
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৮:০৩ আপডেট: : ২৬ নভেম্বর ২০২৫, ১৮:২৫
ছবি: বাসস

রাজশাহী, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে চলাচলের জন্য ই-কার্ট চালু হয়েছে। আজ বুধবার সকালে প্রশাসন ভবন-১ চত্বরে ই-কার্ট সার্ভিসের উদ্বোধন করেন রাবি উপাচার্য  প্রফেসর সালেহ্ হাসান নকীব। 

উদ্বোধনের পর উপাচার্য বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিস্তৃত ক্যাম্পাসে চলাচলের জন্য সুলভ পরিবহণের যে অভাব ছিল এই ই-কার্ট চালুর ফলে তা লাঘব হল।

রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের (রুয়া) ব্যবস্থাপনায় এই ই-কার্ট সার্ভিস চলবে। প্রথম পর্যায়ে পাঁচটি ই-কার্ট উদ্বোধন করা হয়েছে, আরেকটি শিগগিরই চালু হবে। এই ই-কার্টে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটসহ শহীদ সাকিব আনজুম (কাজলা) ও শহীদ আলী রায়হান (বিনোদপুর)  গেট থেকে আবাসিক হল এবং অ্যাকাডেমিক ও প্রশাসন ভবন রুটে প্রতি যাত্রায় পাঁঁচ টাকা ভাড়ায় যাতায়াত করা যাবে। আগামীতে চাহিদা ও উপযোগিতা বিবেচনা করে আরও কিছু ই-কার্ট চালুর পরিকল্পনা আছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা)  প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার  হোসেন মজুমদার, পরিবহণ প্রশাসক প্রফেসর মো. আব্দুর রাজ্জাক সরকার উপস্থিত ছিলেন। 

এছাড়াও রাকসু সহ-সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রুয়ার সভাপতি মো. রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক প্রফেসর মো. নিজাম উদ্দীন, কোষাধ্যক্ষ প্রফেসর জে এ এম সকিলউর রহমান, নির্বাহী সদস্য নূরুল ইসলাম বুলবুলসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল শহীদ ডা. মিলন দিবস
হাসিনার প্রত্যর্পণে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা
ভূমিকম্প পরবর্তী ঢাবির বিভিন্ন আবাসিক হলের কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়ন অব্যাহত
এনা ট্রান্সপোর্টের এনায়েতের বিরুদ্ধে সিআইডির ১০৭ কোটি টাকার মামলা
টিকিটবিহীন ৪,৬০৫ যাত্রীর কাছ থেকে রেলওয়ের ৯ লাখ টাকা আদায় 
টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী 
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতির বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
করাইল বস্তির অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন
স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় জার্মানি
শেখ হাসিনার দুই ব্যাংক লকার থেকে ৯ কেজি ৭০৭ গ্রাম স্বর্ণ উদ্ধার
১০