নড়াইলের সাংবাদিকদের সঙ্গে নবাগত ডিসির মতবিনিময়

বাসস
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৭
আজ নড়াইলের সাংবাদিকদের সঙ্গে নবাগত ডিসির মতবিনিময়। ছবি : বাসস

নড়াইল, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : নড়াইলে কর্মরত সাংবাদকিদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়নে প্রশাসন, সাংবাদিক ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন রচনায় তার অঙ্গীকারের কথা তুলে ধরেন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস টাইমে কোচিং ও প্রাইভেট বন্ধ রাখা, সার বীজ, কৃষি উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়স্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট চালু রাখা, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ব্যাপারে দৃঢ়মত ব্যক্ত করেন।

জেলার উন্নয়নে সবার সহযোগিতা নিয়ে আন্তরিকভাবে কাজ করতে চান নবাগত জেলা প্রশাসক। তিনি সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন এবং উন্নয়নকে ত্বরান্বিত করতে মুক্তচিন্তা ও পরামর্শের গুরুত্বের ওপর জোর দেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা সাত্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হোসনে আরা তান্নি, সিনিয়র সহকারি কমিশনার মো. রফিকুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাভলু, নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুজ্জামান লিটুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীরা জেলার সার্বিক উন্নয়ন ও সমস্যা সমাধানে প্রশাসনের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
শিল্পকলায় আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘কাশেম মালার প্রেম’
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ ন্যাপের উদ্বেগ ও নিন্দা
ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা
জার্মানির ফ্রাঙ্কফুর্টে হেইমটেক্সটিল ২০২৬ -এ অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ
কুমিল্লায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ 
আকাশ-জারিফের নৈপুণ্যে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
১০