ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

বাসস
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:১৮ আপডেট: : ০৪ ডিসেম্বর ২০২৫, ২১:৩৯

ঢাকা, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল করা হয়।

বদলি বা পদায়নকৃত উল্লেখযোগ্য কর্মকর্তারা হচ্ছেন- মোহাম্মদ তাইফুর রহমান মির্জা অফিসার ইনচার্জ ডেমরা থানা, মো. জিয়াউর রহমান অফিসার ইনচার্জ আদাবর থানা, মো. মনিরুল ইসলাম অফিসার ইনচার্জ শেরেবাংলা নগর থানা, মো. ফজলে আশিক অফিসার ইনচার্জ কলাবাগান থানা, মো. রাজু অফিসার ইনচার্জ যাত্রাবাড়ি থানা, মো. রাকিবুল হাসান অফিসার ইনচার্জ গুলশান থানা, মো. সাজ্জাদ হোসেন অফিসার ইনচার্জ কাফরুল থানা, মো. হাফিজুর রহমান অফিসার ইনচার্জ হাজারীবাগ থানা, এ কে এম আলমগীর জাহান অফিসার ইনচার্জ পল্লবী থানা, মো. হাবিবুর রহমান অফিসার ইনচার্জ উত্তরখান থানা, গোলাম ফারুক অফিসার ইনচার্জ কামরাঙ্গীরচর থানা, মুহাম্মদ সাইফুল ইসলাম অফিসার ইনচার্জ ধানমন্ডি থানা, মোহাম্মদ খালিদ মুনসুর অফিসার ইনচার্জ বনানী থানা।

এতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক-গণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পার্শ্বে বর্ণিত স্থানে বদলি/পদায়ন করা হলো।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে অফিস আদেশে জানানো হয়।

একইদিন ডিএমপি কমিশনারের আরও দুটি পৃথক আদেশে ১৪ জন উপ-পুলিশ কমিশনারের রদবদল করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
শিল্পকলায় আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘কাশেম মালার প্রেম’
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ ন্যাপের উদ্বেগ ও নিন্দা
ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা
জার্মানির ফ্রাঙ্কফুর্টে হেইমটেক্সটিল ২০২৬ -এ অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ
কুমিল্লায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ 
আকাশ-জারিফের নৈপুণ্যে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
১০