খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজশাহীতে বিএনপির দোয়া মাহফিল

বাসস
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৫
ছবি : বাসস

রাজশাহী, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় জেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে রাজশাহী মহানগরীর দেবিসিংপাড়া ইসলামপুর এলাকায় ২৭ নম্বর ওয়ার্ড বিএনপি পরিবার এর আয়োজনে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু।

প্রধান অতিথির বক্তব্যে মিনু বলেন, ইনশাআল্লাহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আল্লাহ তায়ালা দেশনেত্রীকে দ্রুত আরোগ্য দান করুন। সারাদেশের সব মানুষ নেত্রীর জন্য দোয়া করছেন। সবাই বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। 

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সাবেক আহবায়ক এ্যাড. এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, সাবেক সহসভাপতি শওকত আলী, রাসিকের সাবেক কাউন্সিলর আনোয়ারুল আজিম আজব, সাবেক কাউন্সিলর শাহানাজ বেগম শিখাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
শিল্পকলায় আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘কাশেম মালার প্রেম’
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ ন্যাপের উদ্বেগ ও নিন্দা
ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা
জার্মানির ফ্রাঙ্কফুর্টে হেইমটেক্সটিল ২০২৬ -এ অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ
কুমিল্লায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ 
আকাশ-জারিফের নৈপুণ্যে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
১০