গোপালগঞ্জ ও পিরোজপুরে কৃষকদের মধ্যে আলুর বীজ বিতরণ

বাসস
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪০
ছবি : বাসস

গোপালগঞ্জ, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : গোপালগঞ্জ ও পিরোজপুর জেলার কৃষকদের মধ্যে বিনামূল্যে ৫ হাজার ৫০০ কেজি আলুর বীজ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)।

আজ বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ার কৃষি গবেষণা কেন্দ্রে পার্টনার প্রকল্পের আওতায় বারি উদ্ভাবিত বিভিন্ন জাতের আলুর বীজ সরেজমিন গবেষণা বিভাগের পক্ষ থেকে বিতরণ করা হয়।

গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান ও কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মহসীন হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই জেলার ৩৫ জন কৃষক-কৃষাণীর হাতে এসব বীজ তুলে দেন।

এ সময় গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ড. মহসীন হাওলাদার বলেন, ৫ হাজার ৫শ কেজি আলুর বীজ দিয়ে দুই জেলার কৃষক ৩ হেক্টর জমি আবাদ করবে। এতে দুই জেলায় আলুর আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে। বারি উদ্ভাবিত উচ্চ ফলনশীল আলুর জাত গোপালগঞ্জ ও পিরোজপুর জেলায় ছড়িয়ে পড়বে। এ জাতের আলুর আবাদ সম্প্রসারিত হলে কৃষক লাভবান হবেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
শিল্পকলায় আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘কাশেম মালার প্রেম’
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ ন্যাপের উদ্বেগ ও নিন্দা
ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা
জার্মানির ফ্রাঙ্কফুর্টে হেইমটেক্সটিল ২০২৬ -এ অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ
কুমিল্লায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ 
আকাশ-জারিফের নৈপুণ্যে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
১০