সিলেটে ইসলামী ও সমমনা ৮ দলের যৌথ প্রচার মিছিল

বাসস
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ২০:৩৭
ছবি : বাসস

সিলেট, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইসলামী ও সমমনা ৮ দলের উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আগামী ৬ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে আজ সিলেটে এক বিশাল যৌথ প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বাদ আসর বন্দরবাজারস্থ সিটি পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।

প্রচার মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, ইসলামী ও সমমনা ৮ দলের শনিবারের বিভাগীয় সমাবেশ ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে দেশব্যাপী ৮ দলের বিভাগীয় সমাবেশগুলোতে জনতার বাঁধ ভাঙা স্রোত প্রমাণ করছে জনগণ আজ ঐক্যবদ্ধ। ছাত্র-জনতার রক্তাক্ত গণ-অভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এদেশে আর ফ্যাসিবাদী হতে দেয়া হবে না। এজন্যই ৮ দল জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট এবং গণভোটে হ্যাঁ বিজয়ী করতে মাঠে নেমেছে। জনগুরুত্বপূর্ণ ৫ দফা দাবি পূরণে ৮ দলের যুগপৎ কর্মসূচি অব্যাহত থাকবে। আগামী শনিবার সিলেট সরকারি আলিয়া মাঠে ৮ দলের বিভাগীয় সমাবেশ ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সিলেট জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ মাওলানা এমরান আলম, জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, খেলাফত আন্দোলনের সিলেট জেলা ও মহানগর সভাপতি মাওলানা নাসির উদ্দিন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সিলেট মহানগর আহ্বায়ক কবির আহমদ প্রমুখ।

এদিকে বৃহস্পতিবার সকালে সমাবেশস্থল সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি দল। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তারা।

অপরদিকে একই সময়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর নেতৃত্বে সিসিকের একটি প্রতিনিধি দল আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন। স্টেজ নির্মাণ ও মাঠ সমাবেশের উপযোগী করে তোলাসহ সিসিকের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেন তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
শিল্পকলায় আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘কাশেম মালার প্রেম’
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ ন্যাপের উদ্বেগ ও নিন্দা
ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা
জার্মানির ফ্রাঙ্কফুর্টে হেইমটেক্সটিল ২০২৬ -এ অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ
কুমিল্লায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ 
আকাশ-জারিফের নৈপুণ্যে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
১০