খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল

বাসস
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৩
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল। ছবি : বাসস

বাগেরহাট, ৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বাগেরহাটে বিএনপি ও অঙ্গ সংগঠন সপ্তাহ ধরেই কোরআন খতম, মিলাদ, সদকাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৮টায় বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মির্জাপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা নিয়াজ হোসেন শৈবাল, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক হানু, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াসিমউল আজিম, জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন, আল ইমরানসহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।  

সভায় সভাপতিত্ব করেন কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন।

এ সময় এটিএম আকরাম হোসেন তালিম বলেন, আপসহীন গণতন্ত্রের প্রতীক, তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। তিনি শুধু বিএনপির নেত্রী নন—তিনি এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার ও স্বাধীনতার সংগ্রামের অবিচল প্রেরণা।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশবাসীর দোয়া, ভালোবাসা ও আল্লাহর রহমতে তিনি শিগগিরই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি সবসময় মানুষের অধিকার, ভোটের অধিকার, বাক্‌স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করেছেন। দেশের এই সংকটময় সময়ে তার সুস্থতা শুধু বিএনপির জন্য নয়, সমগ্র জাতির জন্য গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
শিল্পকলায় আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘কাশেম মালার প্রেম’
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ ন্যাপের উদ্বেগ ও নিন্দা
ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা
জার্মানির ফ্রাঙ্কফুর্টে হেইমটেক্সটিল ২০২৬ -এ অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ
কুমিল্লায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ 
আকাশ-জারিফের নৈপুণ্যে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
১০