নাটোরে দু’টি চিনিকলে তিনহাজার ৩৬০ টন চিনি উৎপাদন

বাসস
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১৯:২৮
ছবি : সংগৃহীত

নাটোর, ১২ ডিসেম্বর ২০২৫ (বাসস) : জেলার দুইটি চিনিকল- নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড ও নাটোর সুগার মিলস লিমিটেডে চলতি মৌসুমে এ পর্যন্ত ৮৩ হাজার ৬৩৩ টন আখ মাড়াই করে তিনহাজার ৩৬০ টন চিনি উৎপাদন করা হয়েছে।

এর মধ্যে ৩৪ তম আখ মাড়াই দিবসে জেলার গোপালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডে ৫৪ হাজার ৪২৫ টন আখ মাড়াই করে দুই হাজার ৭৬০ টন চিনি উৎপাদন করেছে। 

অন্যদিকে সদর উপজেলায় অবস্থিত নাটোর সুগার মিলস লিমিটেডে ২০ তম আখ মাড়াই দিবসে ২৯ হাজার ২০৮ টন আখ মাড়াই করে ছয়শ’ টন চিনি উৎপাদনে সক্ষম হয়েছে।

নাটোর নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড সূত্রে জানা যায়, চলতি মৌসুমে দুইলাখ টন আখ মাড়াই করে ১৩ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে এই চিনিকলে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু হয় গত ৭ নভেম্বর।  

নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া জানান, আখ মাড়াই করে চিনি আহরণের হার সন্তোষজনক। মৌসুম শেষে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরনের বিষয়ে আশা প্রকাশ করেন।

অন্যদিকে চলতি মৌসুমে একলাখ ১০ হাজার টন আখ মাড়াই করে ছয়হাজার ৯৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোর সুগার মিলস লিমিটেডে ৪২তম আখ মাড়াই মৌসুম শুরু হয় গত ২১ নভেম্বর।

নাটোর সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান জানান, উৎপাদনের সকল উপকরণের কার্যকর ব্যবহার নিশ্চিত করে চিনিকলের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
শিল্পকলায় আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘কাশেম মালার প্রেম’
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ ন্যাপের উদ্বেগ ও নিন্দা
ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা
জার্মানির ফ্রাঙ্কফুর্টে হেইমটেক্সটিল ২০২৬ -এ অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ
কুমিল্লায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ 
আকাশ-জারিফের নৈপুণ্যে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
১০