ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে আখ মাড়াই মৌসুম উদ্বোধন

বাসস
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১৯:৫২
আজ শুক্রবার বিকাল সাড়ে তিনটায় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডের ২০২৫-২৬ আখ মাড়াই মৌসুম উদ্বোধন করা হয়েছে। ছবি: বাসস

ঝিনাইদহ, ১২ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার কালীগঞ্জ উপজেলায় আজ মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডের ২০২৫-২৬ আখ মাড়াই মৌসুম উদ্বোধন করা হয়েছে। 

আজ শুক্রবার বিকাল সাড়ে তিনটায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসাবে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান। 

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্য্যান রশিদুল হাসানের সভাপতিত্বে এ সময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ইক্ষু উন্নয়ন ও গবেষণা বিভাগের পরিচালক ড. আব্দুল আলীম খান, ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চিফ অব পার্সোনেল শাহরীনা তানাজ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম জোবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, দেশের ১৫ চিনিকলের মধ্যে ৯টি বর্তমানে চালু আছে। বাকিগুলো আগামিতে চালু করা হবে। কাঁচামালের কোন ঘাটতি হবে না, এর জন্য প্রয়োজনীয় সবকিছুই করা হবে।

মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডের মহাব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মন্ডল জানান, এবার ডিজিটাল মেশিনে মাপা হবে কৃষকদের আখ। মাপার সাথে সাথেই আখের পরিমাণ ও টাকার পরিমাণ মোবাইল ক্ষুদে বার্তায় কৃষককে জানিয়ে দেওয়া হবে। ইতোমধ্যে মিল এলাকায় ৪২টি ডিজিটাল ওজন যন্ত্র স্থাপনের কাজ শেষ হয়েছে। এছাড়া ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কৃষকের আখের টাকা পরিশোধ করা হবে।

মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডে সূত্রে জানা গেছে, চলতি মাড়াই মৌসুমে কৃষকদের আখের মূল্য ধরা হয়েছে প্রতিমন ২৫০ টাকা। এটি সুগার মিলের ৫৯তম আখ মাড়াই মৌসুম। এ বছর ৫৬ দিনে ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে চারহাজার চারশ’ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে। চিনি আহরণের আনুমানিক হার ধরা হয়ে ৫ দশমিক ৫০ শতাংশ। এর আগে বিগত ২০২৪-২৫ মাড়াই মৌসুমে ৫০ দিনে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে তিনহাজার ৩৭৮ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হলেও উৎপাদন হয়েছিল তিনহাজার ৮৬৮ মেট্রিক টন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
শিল্পকলায় আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘কাশেম মালার প্রেম’
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ ন্যাপের উদ্বেগ ও নিন্দা
ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা
জার্মানির ফ্রাঙ্কফুর্টে হেইমটেক্সটিল ২০২৬ -এ অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ
কুমিল্লায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ 
আকাশ-জারিফের নৈপুণ্যে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
১০