দিনাজপুর, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫(বাসস) : জেলার বীরগঞ্জ উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে তাদের মধ্যে ৭০ টি বকনা গরু বিতরণ করা হয়েছে।
আজ বেলা ১১ টায় জেলার বীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৭০টি সুবিধা ভোগী আদিবাসী সাঁওতাল পরিবার মধ্যে একটি করে বগনা গরু বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাহরিয়ার মান্নানের সভাপতিত্বে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে এলাহী গরু গুলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করেন।
এসময় বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. বেলাল হোসেন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল গফুর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ভেটনারী সার্জন ডা. নোমান আলী, উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক কমলাকান্ত হাসদাসহ উপকার ভোগী ক্ষুদ্র নৃগোষ্ঠীর, নারী-পুরুষেরা উপস্থিত ছিলেন।