চট্টগ্রামের আনোয়ারায় পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু, আরও দুজন আহত

বাসস
প্রকাশ: ০১ মে ২০২৫, ১৪:২৮
ছবি : বাসস

চট্টগ্রাম, ১ মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (০১ মে) সকালে কেইপিজেড এলাকায় এ পাহাড়ধসের ঘটনা ঘটে।

নিহতরা হল- স্থানীয় বৈরাগ ইউনিয়নের বৈরাগ গ্রামের আব্দুর রহিমের ছেলে রোহান (১২) ও ইমরান হোসেনের ছেলে মিসবাহ (১১)। আহতরা হয়েছে- মোস্তাক মিয়ার পুত্র সিয়াম (১১) ও আবুল কাশেমের পুত্র সিফাত (১১)। 

আহতদের প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেইপিজেডে অব্যাহত পাহাড় কাটার ফলে পাহাড়টির স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। এতে পাহাড়ের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় শিশুরা পাহাড়ের পাশে খেলা করতে গেলে হঠাৎ পাহাড় ধসের ঘটনা ঘটে।

এ সময় মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। এতে আরও দুই শিশু আহত হয়। পরে অন্যান্য শিশুদের চিৎকারে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মুশফিকুর রহমান বলেন, পাহাড়ে শিয়ালের গর্তে শিশুরা খেলা করার সময় হঠাৎ ধসের ঘটনা ঘটে। এতে দুই শিশুর মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরের ওপর হামলা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ : অ্যাটর্নি জেনারেল
খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : রিজওয়ানা হাসান
ফেনীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত  
ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন
আরএমপির অভিযানে গ্রেপ্তার ১৩
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
রাকসুর প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান
রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে নিহত সেনাদের পরিবারকে সমবেদনা জানালেন কিম: কেসিএনএ
দিনাজপুরের ফুলবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের উদ্বোধন
স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল রেকর্ড ছড়ানোর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ
১০