নুরের ওপর হামলার নিন্দা প্রেস সচিব শফিকুল আলমের

বাসস
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১১:২২ আপডেট: : ৩০ আগস্ট ২০২৫, ১৩:২০
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম । ফাইল ছবি

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ।

গতরাতে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আমাদের সময়ের সাহসী কণ্ঠস্বর গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর বর্বরোচিত এ হামলার তীব্র নিন্দা জানাই।’

তিনি আরো বলেন, ‘ছাত্রনেতা হিসেবে নুর ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়ে ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায়বিচারের দাবিতে তিনি এক প্রজন্মকে অনুপ্রাণিত করেছিলেন।’

শফিকুল আলম বলেন, সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে নুর ও তার সংগঠন জনগণের পাশে দাঁড়িয়েছিল। তারা গণতন্ত্র, জবাবদিহি ও মর্যাদার জন্য চলমান লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছিল।

তিনি বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থান চলাকালে নুরকে গ্রেফতার করে হেফাজতে নির্মম নির্যাতন করা হয়েছিল। এটি শুধু কেবল মৌলিক মানবাধিকারের গুরুতর লঙ্ঘন ছিল না, বরং এটি ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের হাতে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার ওপর সরাসরি আঘাত।’

শফিকুল আলম আরও বলেন, ‘আমি নিশ্চিত, কর্তৃপক্ষ এই হামলার তদন্ত করবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.০৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
নেপাল ও বাংলাদেশের জন্য বহুপক্ষীয় সহযোগিতায় জাতিসংঘের ভূমিকা গুরুত্বপূর্ণ: নেপালি রাষ্ট্রদূত
গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময়
কুমিল্লা বিভাগের দাবিতে ঢাকায় সমাবেশ ও মানববন্ধন, উন্নয়ন বঞ্চনার অভিযোগ
কাবাডি বিশ্বকাপে সেরা ডিফেন্ডার বাংলাদেশের স্মৃতি, সেরা খেলোয়াড় ভারতের সাঞ্জু
ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা
ঢাবি’র ভবনগুলোর কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিংয়ে কমিটি গঠন 
সিআইডি’র নামে ভুয়া নোটিশ প্রচার : জনগণকে সতর্ক থাকার অনুরোধ
সিলেটের প্রথম জয়
টাঙ্গাইলে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ
১০