রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে নিহত সেনাদের পরিবারকে সমবেদনা জানালেন কিম: কেসিএনএ

বাসস
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৩:৩৮ আপডেট: : ৩০ আগস্ট ২০২৫, ১৫:২৭

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস) : উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ইউক্রেনে রাশিয়ার পক্ষে যুদ্ধে নিহত সৈন্যদের পরিবারের সাথে দেখা করে তাদের ‘অসহনীয় যন্ত্রণা’র জন্য সমবেদনা জানিয়েছেন।  রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার এ তথ্য জানায়।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, পিয়ংইয়ং রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত তাদের সৈন্যের সংখ্যা নিশ্চিত করেনি। যদিও দক্ষিণ কোরিয়ার মতে, রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে প্রায় ৬শ’ উত্তর কোরীয় সেনা নিহত এবং হাজার হাজার সেনা আহত হয়েছে। 

দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর জানিয়েছে, ২০২৪ সালে উত্তর কোরিয়া রাশিয়ার কুরস্ক অঞ্চলে ১০ হাজারের বেশি সেনা মোতায়েন করে। তাদের আর্টিলারি গোলা, ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার রকেট সিস্টেমসহ পাঠানো হয়। 

সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন শুক্রবার যুদ্ধে নিহত সৈন্যদের পরিবারের উদ্দেশ্যে বক্তৃতা দেন। এর আগে গত সপ্তাহে বীর সৈনিকদের সম্মানে আয়োজিত অপর এক অনুষ্ঠানে তিনি কয়েকজন সৈন্যের সঙ্গে সাক্ষাৎ করেন।

কিম তার বক্তৃতায় বলেন, ‘আমি অন্যান্য শহীদদের পরিবারের কথা অনেক ভেবেছি, যারা আজ এখানে নেই। তাই, আমি এই সভার আয়োজন করেছি। কারণ, আমি সব বীরের শোকাহত পরিবারগুলোর সাথে দেখা করতে এবং তাদের সান্ত্বনা দিতে এবং তাদের দুঃখ ও যন্ত্রণা থেকে কিছুটা হলেও মুক্তি দিতে চাই’। 

তিনি শহীদদের স্মরণে রাজধানীতে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের পাশাপাশি শোকাহত পরিবারের জন্য একটি নতুন রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দেন। তিনি সৈন্যদের সন্তানদের পূর্ণ সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, ‘ছোট বাচ্চাদের দেখে আমার হৃদয় ভেঙে যায় এবং আরও বেশি কষ্ট হয়’। 

তিনি আরো বলেন, ‘আমি, আমাদের রাষ্ট্র এবং আমাদের সেনাবাহিনী তাদের সম্পূর্ণ দায়িত্ব নেব এবং যাতে তারা তাদের পিতাদের মতো প্রশংসনীয়ভাবে দৃঢ়চেতা এবং সাহসী যোদ্ধা হিসাবে গড়ে উঠতে পারে সেজন্য তাদের প্রশিক্ষণ দেব’।

উত্তর কোরিয়া এই প্রথমবার নিশ্চিত করেছে যে তারা এপ্রিল মাসে ইউক্রেনে রাশিয়ার পক্ষে যুদ্ধে সহায়তা করার জন্য সৈন্য পাঠিয়েছে। তারা স্বীকার করে যে তাদের কিছু সৈন্য যুদ্ধে নিহত হয়েছে। 

গত সপ্তাহে কেসিএনএ কর্তৃক প্রকাশিত ছবিতে কিমকে শহীদ সৈনিকের প্রতিকৃতির সামনে হাঁটু গেড়ে শ্রদ্ধা জানাতে এবং মৃতদের ছবির পাশে পদক ও ফুল রাখতে দেখা গেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে : ইসলামী আন্দোলন
বাংলাদেশকে ১৩৭ রানের টার্গেট দিল নেদারল্যান্ডস
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবলু গ্রেফতার
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ২০ থানায় নতুন আহ্বায়ক কমিটি 
যেখানে যত বেশি নিয়ন্ত্রণ, সেখানে তত বেশি দুর্নীতি : আমির খসরু 
নরসিংদীতে কারাগার থেকে পলাতক আসামী গ্রেফতার
বদলে গেল এশিয়া কাপের ম্যাচের সময়
দেশের চিকিৎসা ব্যবস্থায় মানুষের আস্থা ফিরিয়ে আনা জরুরি : পরিকল্পনা উপদেষ্টা
সম্মিলিত প্রচেষ্টায় একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়া সম্ভব : পরিবেশ উপদেষ্টা
১০