সিলেট, ১৪ মে, ২০২৫ (বাসস) : সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে ‘পুশব্যাক’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর তাদেরকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে আট জন পুরুষ, ছয় জন নারী ও দুই জন শিশু রয়েছেন।
আজ বুধবার সকালে কানাইঘাট উপজেলার আটগ্রাম সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশব্যাক করা হয়। পরে সিলেট জকিগঞ্জ ১৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল তাদেরকে আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল আলম জানান, বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুসহ ১৬জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। তারা বাংলাদেশ বাগেরহাট ও কুড়িগ্রাম এলাকার বাসিন্দা। পুলিশকে এই বিষয়ে জানানো হলেও তারা বিজিবির হেফাজতে রয়েছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার গণমাধ্যমে জানান, বুধবার সকালে আটগ্রাম সীমান্ত দিয়ে ১৬ জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে জিজ্ঞাসাবাদ চলছে।