মেক্সিকোতে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৮ জন

বাসস
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ আপডেট: : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): মেক্সিকো সিটিতে ভয়াবহ এক গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বুধবার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জন এবং প্রায় ৯০ জন আহত হয়েছেন। 

বুধবার ঘনবসতিপূর্ণ ইজতাপালাপা জেলায় এই বিস্ফোরণ ঘটে। এতে ব্যস্ত মহাসড়কে আগুন এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে এবং পুড়ে যাওয়া যানবাহন এবং গুরুতরভাবে দগ্ধ ব্যক্তিদের এক দুঃস্বপ্নের দৃশ্য দেখা যায়।

মেক্সিকো সিটি থেকে এএফপি এই খবর জানিয়েছে।

একটি গ্যাস ট্যাঙ্কার ট্রাকে হাইওয়ে ওভারপাসের নীচে পড়ে গেলে আগুন ধরে যাওয়ার পর এই বিস্ফোরণ ঘটে। 

প্রসিকিউটররা জানিয়েছেন, সম্ভবত অতিরিক্ত গতির কারণে ১৩ হাজার গ্যালনেরও বেশি (৪৯,৫০০ লিটার) তরল গ্যাস বহনকারী গাড়িটি উল্টে যায়। এর ফলে দুই ডজনেরও বেশি গাড়ি আগুনে পুড়ে যায়। 

প্রত্যক্ষদর্শীরা ভয়াবহ পরিণতির বর্ণনা দিয়েছেন, বেঁচে যাওয়া ব্যক্তিরা ছেঁড়া, পোড়া পোশাক পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, অনেকেই দ্বিতীয় এবং তৃতীয় ডিগ্রি পোড়া অবস্থায় ভুগছেন। 

বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

এদিকে মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা বৃহস্পতিবার সিাংবাদিকদের বলেছেন, বিস্ফোরণে ৯৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে চালকসহ আশঙ্কাজনক অবস্থায় ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৬ জনের অবস্থা সঙ্কটজনক। 

টেলিভিশন এবং সামাজিক নেটওয়ার্কে ছড়িয়ে পড়া ছবিতে ‘শক্তিশালী বিস্ফোরণের মুহূর্তটি দেখানো হয়েছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুতরভাবে দগ্ধ অবস্থায় লোকজনকে দেখা যাচ্ছে। অন্যদিকে দুর্যোগ অঞ্চলের কাছাকাছি থাকা অন্যরা দ্রুত ছড়িয়ে পড়া আগুন থেকে পালিয়ে যাচ্ছেন।  পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিরাপত্তা বিষয়ক মন্ত্রী পাবলো ভাজকুয়েজ সাংবাদিকদের জানিয়েছেন, নজরদারি ফুটেজে দেখা গেছে যে ‘যারা গাড়িটি ফেলে রেখেছিলেন তাদের শরীরে আগুন লেগেছিল।’

বিস্ফোরণে বেশকিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

জরুরি উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে হেলিকপ্টারে করে কিছু হতাহতকে সরিয়ে নেওয়া হয়েছে, এই সময়ে সেখানে কয়েকশ’ স্বাস্থ্য কর্মী এবং সৈন্য জড়ো হয়েছিল।

ছবিতে দেখা গেছে যে ৪৯ হাজার ৫শ’ লিটার গ্যাস পরিবহনকারী জ্বলন্ত ট্রাকটি রাস্তায় উল্টে গেছে।

প্রাথমিক তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে,  ট্রাকটির অপারেটিং পারমিট অনুযায়ী ছিল না। একটি ফেডারেল নিরাপত্তা সংস্থা জানিয়েছে, তারা গাড়ির মালিকের কাছ থেকে প্রয়োজনীয় বীমা নীতি পায়নি।

আগুনের ধোঁয়া কাছাকাছি একটি ট্রলিবাস স্টেশনে পৌঁছেছে। যা ছিল ৯২ লক্ষ বাসিন্দার শহরের পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম।

ইজতাপালাপা জেলায় ১৮ লক্ষ লোক বাস করে। এটিকে দেশের সবচেয়ে জনবহুল জেলাগুলোর মধ্যে একটি হিমেসব গণ্য করা হয়।

জ্বালানি ট্রাক এবং হাইড্রোকার্বন অবকাঠামোর সাথে সম্পর্কিত বিপর্যয়ের ক্ষেত্রে মেক্সিকো অপরিচিত নয়।

২০১৯ সালের জানুয়ারিতে হিডালগোর কেন্দ্রীয় রাজ্যের ত্লাহুয়েলিলপান শহরে সবচেয়ে মারাত্মক দুর্ঘটনাটি ঘটে। তখন লুটপাটের সময় পাইপলাইনে আগুন এবং পরবর্তী বিস্ফোরণে ১৩৭ জন নিহত হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদানের এল-ফাশারে আরএসএফ ড্রোন হামলায় ৩০ জন নিহত
মেক্সিকোতে ভারী বৃষ্টিপাতে ২৮ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
যুক্তরাষ্ট্রের আইডাহোতে কাতারের বিমান ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্রের চুক্তি
হাইতিতে অপুষ্টির ঝুঁকিতে প্রায় ৬০ লাখ মানুষ: জাতিসংঘ প্রতিবেদন
মার্কিন বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিখোঁজ ১৯
পিসিএ সমঝোতা দ্রুততম সময়ে সম্পন্ন করতে বাংলাদেশ-ইইউ ঐকমত্য
চুয়াডাঙ্গা বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় 
লিবিয়ায় আগস্ট মাসে জাতিসংঘ মিশনে রকেট হামলার ঘটনায় আটক ২
১০