ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন অভিবাসন সংস্থার অভিযানে আটক হওয়ার পর শত শত দক্ষিণ কোরিয় কর্মী শুক্রবার নিজ দেশে ফিরছেন। তারা একটি বিশেষ চার্টার্ড বিমানে রওয়ানা দিয়েছে বলে জানা গেছে।
সিউল থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গত সপ্তাহে জর্জিয়ায় হুন্দাই-এলজি ব্যাটারি কারখানায় নির্মাণ কাজ চলার সময় মার্কিন অভিবাসন সংস্থার অভিযানে ৪৭৫ জনকে গ্রেফতার করা হয়, যাদের বেশিরভাগই দক্ষিণ কোরিয়ার নাগরিক। এ ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও সিউল এই দুই শক্তিশালী নিরাপত্তা মিত্র দেশের মধ্যে টানাপোড়েন তৈরি হয়।
এদিকে হুন্দাই জানায়, এ ঘটনায় তাদের ব্যাটারি কারখানার নির্মাণ কাজ শেষ হতে দেরি হবে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার ৩১৬ জন দক্ষিণ কোরিয়ান এবং ১৪ জন বিদেশি কর্মচারীকে নিয়ে একটি বিশেষ চার্টার্ড কোরিয়ান এয়ার বোয়িং ৭৪৭-৮আই আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এএফপিকে বলেন, ‘আটলান্টায় সবকিছু সুষ্ঠুভাবে হয়েছে। কর্মীদের শুক্রবার স্থানীয় সময় দুপুর ২ টায় সিউলে পৌঁছানোর কথা রয়েছে।
গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করেন। জর্জিয়ার এই অভিযানটি তার আমলে একটি স্থানে পরিচালিত সবচেয়ে বড় অভিযান ছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে আবার ক্ষমতায় আসার পর থেকে ব্যাপক অভিবাসন দমন অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত জর্জিয়া অভিযান ছিল একক স্থানে পরিচালিত সবচেয়ে বড় অভিযান।