কুষ্টিয়ায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম শুরু

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৯:৫৮
ছবি : বাসস

কুষ্টিয়া, ২ জুন ২০২৫ (বাসস): জাপান সরকারের সহযোগিতায় কুষ্টিয়াসহ আশপাশের চার জেলার মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম আজ শুরু হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা শহরের পালপাড়া এলাকায় এ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারী কারাসাওয়া শিনজো ও কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০২২ সালে জাপান সরকারের সহযোগিতায় ১৫ বছরের জন্য মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রকল্পটি গ্রহণ করা হয়। এ প্রকল্পের আওতায় কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বর্জ্য সংগ্রহ ও প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, এখানে কুষ্টিয়া ছাড়াও আশপাশের জেলার মেডিকেল বর্জ্য এনে প্রসেস করা হবে। কিছু বর্জ্য রিসাইকেল করা হবে। কিছু বর্জ্য পুরোপুরি নষ্ট করে দেওয়া হবে।

বাংলাদেশে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারী কারাসাওয়া শিনজো বলেন, পরিবেশের জন্য ভয়ংকর মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় জাপান বাংলাদেশের পাশে থাকবে।

কুষ্টিয়ায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রকল্পটি চালু হওয়ায় জেলার বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা সন্তোষ প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে কনস্টেবলদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ
রাজধানীতে বিভিন্ন অপরাধে ৫০ জন গ্রেফতার 
খুলনায় রেণু পোনা ব্যবহার ও ভেজাল চিংড়ি প্রতিরোধে মতবিনিময়
নৌপরিবহন উপদেষ্টার সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আগা খান পদক বিজয়ী মেরিনা তাবাসসুমকে সংস্কৃতি উপদেষ্টার অভিনন্দন
দ্বিতীয়বার আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড পাওয়ায় মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
মিয়ানমারে নতুন করে নৃশংসতার বিষয়ে সতর্ক করলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান
মহাখালীতে কিডনি কেয়ার সেন্টার স্থাপনে ডিএনসিসি ও সোনার বাংলা ফাউন্ডেশনের চুক্তি
রাজশাহী ও বাগেরহাটে দুদকের অভিযান : দুর্নীতি ও অনিয়মের সত্যতা মিলেছে
১০