চট্টগ্রামে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১৭:৪১
ছবি : বাসস

চট্টগ্রাম, ৩ জুন, ২০২৫ (বাসস) : নগরীর সিআরবিতে অভিযান চালিয়ে সাকিবুল ইসলাম সাকিব (২৬) নামে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। 

মঙ্গলবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) এআরএম মোজাফ্ফর হোসেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় র‌্যাব জানতে পারে সাকিব কোতোয়ালি থানার সিআরবি এলাকায় অবস্থান করছে। এরপর রাতে র‌্যাব-৭-এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে চকবাজার থানার হিরোমনি এলাকার মফিজুর রহমানের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, ২০১৯ সালের ২৪ নভেম্বর খুলশী থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলায় সাকিবুল ইসলাম দোষি সাব্যস্ত হন এবং আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকে সে পলাতক ছিলেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে কনস্টেবলদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ
রাজধানীতে বিভিন্ন অপরাধে ৫০ জন গ্রেফতার 
খুলনায় রেণু পোনা ব্যবহার ও ভেজাল চিংড়ি প্রতিরোধে মতবিনিময়
নৌপরিবহন উপদেষ্টার সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আগা খান পদক বিজয়ী মেরিনা তাবাসসুমকে সংস্কৃতি উপদেষ্টার অভিনন্দন
দ্বিতীয়বার আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড পাওয়ায় মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
মিয়ানমারে নতুন করে নৃশংসতার বিষয়ে সতর্ক করলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান
মহাখালীতে কিডনি কেয়ার সেন্টার স্থাপনে ডিএনসিসি ও সোনার বাংলা ফাউন্ডেশনের চুক্তি
রাজশাহী ও বাগেরহাটে দুদকের অভিযান : দুর্নীতি ও অনিয়মের সত্যতা মিলেছে
১০