সোনামসজিদ বন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১৬:৩৮
ছবি : বাসস

চাঁপাইনবাবগঞ্জ ,৪জুন,২০২৫(বাসস):পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত এ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে বলে যৌথভাবে জানিয়েছে সোনামসজিদ আমদানী-রপ্তানি কারক গ্রুপ এবং সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

সোনামসজিদ আমদানী-রপ্তানিকারক গ্রুপ এবং সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সুত্রে জানা যায়, ঈদের আনন্দ কর্মীদের সঙ্গে ভাগাভাগি করতে এবং তাঁদের পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে বন্দর এলাকার সব ধরনের আমদানি-রপ্তানি ও ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) কার্যক্রম বন্ধ থাকবে।

সোনামসজিদ আমদানী ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ্ব মো. একরামুল হক বলেন, সব পক্ষের সুবিধা ও ঈদের তাৎপর্য বিবেচনায় নিয়ে আমরা এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। 

পানামা পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান, ৫ থেকে ১৪ জুন পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে, যাতায়াতে কোনো সমস্যা হবে না। আগামী ১৫ জুন রোববার থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে কনস্টেবলদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ
রাজধানীতে বিভিন্ন অপরাধে ৫০ জন গ্রেফতার 
খুলনায় রেণু পোনা ব্যবহার ও ভেজাল চিংড়ি প্রতিরোধে মতবিনিময়
নৌপরিবহন উপদেষ্টার সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আগা খান পদক বিজয়ী মেরিনা তাবাসসুমকে সংস্কৃতি উপদেষ্টার অভিনন্দন
দ্বিতীয়বার আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড পাওয়ায় মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
মিয়ানমারে নতুন করে নৃশংসতার বিষয়ে সতর্ক করলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান
মহাখালীতে কিডনি কেয়ার সেন্টার স্থাপনে ডিএনসিসি ও সোনার বাংলা ফাউন্ডেশনের চুক্তি
রাজশাহী ও বাগেরহাটে দুদকের অভিযান : দুর্নীতি ও অনিয়মের সত্যতা মিলেছে
১০