লক্ষ্মীপুর, ১৮ আগস্ট ২০২৫ (বাসস): ‘অভয়াশ্রম গড়ে তুলি- দেশি মাছে দেশ ভরি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় আজ র্যালি ও আলোচনাসভা সহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন শুরু হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজী মীর, সিনিয়র উপজেলা মাহমুদুল ইসলাম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান শেষে রেনুসহ মৎস্য উৎপাদনে সফল তিনজন মৎস্য চাষিকে সম্মাননা প্রদান করা হয়।