বগুড়ায় কোচ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৯:৪৬

বগুড়া, ১৯ আগস্ট ২০২৫ (বাসস): বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারায় যাত্রীবাহী কোচ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লক্ষ্মী রানী (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লক্ষ্মী রানী  বগুড়া জেলার গাবতলী উপজেলার লাংলু গ্রামের খোকন চন্দ্রের স্ত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বগুড়া কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী অরিন ট্রাভেলসের একটি কোচ চন্ডিহারা বাজার এলাকায় গাবতলীগামী সিএনজিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী লক্ষ্মী রানী নিহত হন। নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কোচটি জব্দ করা হলেও চালক ও সহকারীকে আটক করা যায়নি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০