নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮
মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। ছবি: বাসস

নওগাঁ, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নওগাঁর মান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মালবাহী ট্রাক উল্টে চালক সাজু মিয়া (৪০) নিহত হয়েছেন।

আজ রোববার ভোরে রাজশাহী-নওগাঁ মহাসড়কের সবরীতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজু গাইবান্ধা জেলার খোলাহাটি ইউনিয়নের মৃত আমির উদ্দীনের ছেলে। 

তথ্য নিশ্চিত করেছেন মান্দা থানার ওসি মনসুর রহমান।

জানা যায়, ভোর ৫টার দিকে রাজশাহী থেকে নওগাঁগামী মালবাহী ট্রাকটি (ঢাকা মেট্রো-ড ১৪-৮৩৯১) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

ঘটনাস্থলেই ট্রাকচালক সাজু মিয়া নিহত হন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে।

ওসি মনসুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক হালকা ঘুমন্ত অবস্থায় ছিল। পেছন থেকে অন্য কোনো গাড়ি ধাক্কা দিয়ে থাকতে পারে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। কারণ চালক তার আসনেই চাপ খেয়ে আটকে মারা গেছে।

তিনি বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের স্থানীয়দের সহযোগিতায় চালকের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চূড়ান্ত আলোচনা শুরু
আসন্ন নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন করেছে বিসিবি
জুলাই যোদ্ধাদের কর্মে অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
শিকাগোকে ‘যুদ্ধ বিভাগ’-এর হুমকি দিয়ে দমনপীড়ন বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বদরুদ্দীন উমর এর মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার শোক
পদত্যাগ করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা
চাঁদপুরে চলতি বছরে পানিতে ডুবে ১৪৮ জনের মৃত্যু 
দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতিমূলক সভা
দেশের রাজনীতির ইতিহাস সত্যনিষ্ঠ ও নৈর্ব্যক্তিকভাবে রচনার প্রয়োজন দেখা দিয়েছে : বদরুদ্দীন উমর 
দিনাজপুরে ‘তারুণ্যের উৎসব’ কারাতে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
১০