নওগাঁ, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নওগাঁর মান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মালবাহী ট্রাক উল্টে চালক সাজু মিয়া (৪০) নিহত হয়েছেন।
আজ রোববার ভোরে রাজশাহী-নওগাঁ মহাসড়কের সবরীতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজু গাইবান্ধা জেলার খোলাহাটি ইউনিয়নের মৃত আমির উদ্দীনের ছেলে।
তথ্য নিশ্চিত করেছেন মান্দা থানার ওসি মনসুর রহমান।
জানা যায়, ভোর ৫টার দিকে রাজশাহী থেকে নওগাঁগামী মালবাহী ট্রাকটি (ঢাকা মেট্রো-ড ১৪-৮৩৯১) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
ঘটনাস্থলেই ট্রাকচালক সাজু মিয়া নিহত হন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে।
ওসি মনসুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক হালকা ঘুমন্ত অবস্থায় ছিল। পেছন থেকে অন্য কোনো গাড়ি ধাক্কা দিয়ে থাকতে পারে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। কারণ চালক তার আসনেই চাপ খেয়ে আটকে মারা গেছে।
তিনি বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের স্থানীয়দের সহযোগিতায় চালকের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।