চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ১১ মাদক কারবারি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০১ আপডেট: : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৫

 

চাঁদপুর, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলায় যৌথ বাহিনী পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ১১ কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় ২৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার দিনগত রাত থেকে রোববার সকাল পর্যন্ত যৌথ বাহিনী এসব অভিযান পরিচালনা করে।

আজ রোববার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

জানা গেছে, কচুয়া উপজেলায় অভিযান চালিয়ে কোয়া এলাকা থেকে মাদক কারবারি মানিক (২২) ও মনিরকে (২৩) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ইয়াবা ট্যাবলেট। একই উপজেলার শাহেদাপুরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় কারবারি ইমাম হোসেনকে (৩৮)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ পিস ইয়াবা ট্যাবলেট।

সদর আর্মি ক্যাম্প শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি সাইফুল ইসলামকে (২৯) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে গাঁজা ও গাঁজা পরিমাপ করার দুটি মেশিন জব্দ করা হয়।

একই উপজেলার বাবুরহাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ৪ মাদক কারবারিকে। তারা হলেন, আল-আমিন (৩৫), মো. সবুজ (১৫), মো. রনি (২৮) ও মো. রিজবী (২০)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ইয়াবা ট্যাবলেট।

এছাড়া সদর উপজেলায় অপর অভিযানে শহরের নাজিরপাড়া থেকে ৩ মাদক কারবারি মেহেদী রহমান (২৪), শান্ত খান (২৬) ও রহিমা বেগমকে (৩০) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট।

এদিকে ফরিদগঞ্জ উপজেলায় অভিযানে বিশকাটালি এলাকা থেকে ২৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১৪টি বড় ছুরি, সাতটি চাপাতি ও তিনটি ছোট ছুরি। এই ঘটনায় কেউ আটক হয়নি।

লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, জব্দকৃত মাদক, দেশীয় অস্ত্র ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণে স্ব স্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গেল বছর ৪ সেপ্টেম্বর থেকে জেলায় সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এনসিএল টি-টোয়েন্টির আট দলের অধিনায়ক চূড়ান্ত
চট্টগ্রামে কালুরঘাট-চাক্তাই মেরিন ড্রাইভের ৮৫ শতাংশ কাজ সম্পন্ন
ঢাকা বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের জন্য দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার আনার ইঙ্গিত উপদেষ্টার
জরুরি পশুস্বাস্থ্য সেবায় যুগান্তকারী ভূমিকা পালন করেছে 'মোবাইল ভেট ক্লিনিক'
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে তিন দিনে ডিএমপির ৫,৭১৯ মামলা
ইউএস ওপেনের শিরোপার পথে সাবালেঙ্কার পরিসংখ্যান
প্রাণিজ পুষ্টিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নারীদের সম্পৃক্ততা অপরিহার্য : প্রাণিসম্পদ উপদেষ্টা  
রাজার অনুমোদনের পর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন আনুতিন
ইউএস ওপেনের শিরোপা ধরে রাখলেন সাবালেঙ্কা
এশিয়া কাপ জয়ের ব্যাপারে বাংলাদেশ আত্মবিশ্বাসী : জাকের
১০