ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : বিশ্বের এক নম্বর তারকা আরিনা সাবালেঙ্কা বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম জিতে নিজের শ্রেষ্ঠত্ব আরো একবার প্রমান করেছেন। শনিবার ইউএস ওপেনের ফাইনালে আমান্ডা আনিসিমোভাকে সরাসরি সেটে পরাজিত করে টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখার মিশনে সফল হলেন সাবালেঙ্কা। ক্যারিয়ারে এটি তার চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।
নিউ ইয়র্কের আর্থার এ্যাশে স্টেডিয়ামে সাবালেঙ্কা ৬-৩, ৭-৬ (৭/৩) গেমে আনিসিমোভাকে পরাস্ত করেছেন।
২৭ বছর বয়সী বেলারুশের তারকা সাবালেঙ্কা এ বছর অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পরাজয়ের পর ইউএস ওপেনে আর কোন ভুল করতে চাননি। ফাইনালে আগে তিনি ভালভাবেই বুঝতে পেরেছিলেন এ বছর স্ল্যাম জয়ের এটাই তার শেষ সুযোগ।
এদিকে গত মাসে উইম্বলডনের ফাইনালে ইগা সোয়াইটেকের কাছে ৬-০, ৬-০ গেমে বিধ্বস্ত হবার ট্রমা থেকে বেরিয়ে আসার আশা করেছিলেন মার্কিন তারকা আনিসিমোভা। তবে সাবালেঙ্কা তাকে সেই সুযোগ দেননি।
ম্যাচ শেষে সাবালেঙ্কা বলেছেন, ‘এই মুহূর্তে আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। সবকিছু কেমন যেন লাগছে। কিন্তু এ বছর দুটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পরাজয় থেকে আমি অনেক শিক্ষা নিয়েছি।’
সাবালেঙ্কার বিপক্ষে এর আগে নয়টি লড়াইয়ের ছয়টিতে জয়ী হয়েছিলেন আনিসিমোভা। এর মধ্যেএ বছরের উইম্বলডনের সেমিফাইনাল ম্যাচটিও রয়েছে। কিন্তু ক্যারিয়ারের সপ্তম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলা সাবালেঙ্কা ছিলেন বদ্ধপরিকর। নিজের সবটুকু অভিজ্ঞতা দিয়ে তিনি কাল আনিসিমোভার বিপক্ষে লড়াই করেছেন।
আনিসিমোভা বলেন, ‘টানা দুই ফাইনালে হারার অভিজ্ঞতা মোটেই সুখকর নয়, কিন্তু ম্যাচগুলো অনেক কঠিন ছিল। আমি মনে করি আজ আমি সাধ্যমত লড়াই করতে পারিনি।’
এক ঘন্টা ৩৪ মিনিটে লড়াইয়ে সাবালেঙ্কা জয় ছিনিয়ে নেন।