এশিয়া কাপ জয়ের ব্যাপারে বাংলাদেশ আত্মবিশ্বাসী : জাকের

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৭

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট জয়ের ব্যাপারে বাংলাদেশ দল আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন মিডল অর্ডার ব্যাটার জাকের আলী। 

শ্রীলংকা, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতে এশিয়া কাপের মঞ্চে খেলতে নামবে আত্মবিশ্বাসী বাংলাদেশ। 

তবে ভারতের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়ার মতে,  এ বছর টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া এশিয়া কাপের গ্রুপ পর্বে মিশন শেষ হবে বাংলাদেশের। 

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে চোপড়া বলেন, গেল কয়েক মাসে টি-টোয়েন্টি ক্রিকেটে ভাল করেছে বাংলাদেশ দল এবং তাদের বেশ কয়েকজন ম্যাচ উইনার আছে। কিন্তু এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে তারা। 

চোপরার মন্তব্যের পরিপ্রেক্ষিতে জাকের বলেন, ‘কাউকে জবার দেওয়ার কিছু নেই। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলব। আমরা সবাই বিশ্বাস করি, সেই (চ্যাম্পিয়ন) মানসিকতা নিয়েই যাচ্ছি।’

আজ সকাল ১০টা ১৫ মিনিটে প্রথম ধাপে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। প্রথম ধাপের গ্রুপে অধিনায়ক লিটন দাস, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম পাটোয়ারীর সাথে ছিলেন জাকের। 

আজ সন্ধ্যা সাড়ে সাতটায় আবর আমিরাতের উদ্দেশ্যে দ্বিতীয় ধাপে বাকী ক্রিকেটাররা দেশ ছাড়বেন। 

আগামীকাল আবু ধাবিতে অনুশীলন করবে বাংলাদেশ। আবু ধাবির ভেন্যুতেই গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ খেলবে টাইগারার। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ- হংকং, শ্রীলংকা এবং আফগানিস্তান। 

এশিয়া কাপকে সামনে রেখে আগস্টের শুরু থেকে দেশের মাটিতে ফিটনেস এবং দক্ষতা বাড়ানোর সেশন করেছে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে তারা। সিরিজটি ২-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। সিরিজের শেষ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। 

সব মিলিয়ে এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন জাকের। তিনি বলেন, ‘এশিয়া কাপের জন্য আমাদের প্রস্তুতি খুবই ভাল হয়েছে। ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ডস সিরিজ পর্যন্ত প্রস্তুতি ভাল হয়েছে। ড্রেসিংরুমের পরিবেশও সবসময়ের মত ভাল।’ 

ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ে উন্নতির জন্য এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পে পাওয়ার হিটিং বিশেষজ্ঞ কোচ জুলিয়ান উডকে এনেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

উডের সাথে পাওয়ার হিটিং সেশনগুলো কাজে দেবে বলে জানান জাকের। তিনি বলেন, ‘আমাদের আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। বড় মঞ্চে আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলতে হবে। অবশ্যই বেসিক বিষয়গুলোতে নজর রেখে আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলব।’

আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে টাইগাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা
চট্টগ্রামে নানা অনিয়মের দায়ে চার প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা চসিকের
পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
বিজিবির অভিযানে ১৭৭ কোটি ২১ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৩১ বিলিয়ন ডলার
হোন্ডা-গুন্ডার রাজনীতি আর চলবে না : হাসনাত আব্দুল্লাহ
বদরুদ্দীন উমরের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক
সাতক্ষীরার সীমান্ত থেকে ভারতীয় ওষুধ ও শাড়ি জব্দ
যেকোনো বিশৃঙ্খলা এড়াতে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ
নুরাল পাগলার দরবারে হামলা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় ৭ জন গ্রেফতার : উপ-প্রেস সচিব
১০