বাগেরহাট, ৭ সেপ্টেম্বর, ২০২৫(বাসস): পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাগেরহাট সাহিত্য পরিষদের উদ্যোগে আলোচনা ও সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা:) এর মহান আদর্শকে সাহিত্য কর্মের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার অভিপ্রায়ে এ সভা করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আসাদুজ্জামান।
মহানবী সাঃ এর জীবন আদর্শের উপর বক্তব্য ও নিজেদের লেখা কবিতা ও প্রবন্ধ উপস্থাপন করেন প্রবীণ সাংবাদিক শেখ আবু সাঈদ, কবি এম আবু বকর সিদ্দিক, কবি এইচ এম হুমায়ুন কবির, কবি শেখ ইকবাল হোসেন লাভলু, কবি তরুণ কুন্ডু, গীতিকার ওমর আলী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ এম আলমগীর হোসেন।