পটুয়াখালী, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): কক্সবাজারের রামু থানার হত্যা মামলার আসামি মো. ইব্রাহিমকে (২০) কলাপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-১৫ কক্সবাজারের যৌথ অভিযানে ইব্রাহিমকে রোববার রাতে নবীনপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইব্রাহিম কক্সবাজার সদর থানার উল্টাখালী এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. ইউনুছ।
র্যাব জানায়, গত ২ আগস্ট রামুর সিএনজিচালক রিয়াজ উদ্দিনের ছেলে অটোরিকশাচালক মো. সোহেল (১৭) প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়।
এরপর থেকে সে নিখোঁজ। পরদিন সকালে রামুর রশিদনগর ইউনিয়নের উল্টাখালী গ্রামের একটি নালা থেকে তার মরদেহ পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা ৪ আগস্ট রামু থানায় হত্যা মামলা দায়ের করেন।
অভিযুক্ত ইব্রাহিম ঘটনার পর থেকে পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়ার জন্য তাকে মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।