রাঙ্গামাটি, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ উপলক্ষে রাঙ্গামাটিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’ প্রতিপাদ্যে জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালিত হচ্ছে।
আজ সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভা প্রশাসক মো: মোবারক হোসেন পারভেজ, জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিশাত শারমিন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: শাহজাহান উপস্থিত ছিলেন।
আরও ছিলেন রানীদয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, গোধুলী আমানতবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা বেগম, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মানস মুকুর চাকমাসহ বিভিন্ন স্কুলের প্রধানগণ ও শিক্ষার্থীরা।
আলোচনা সভা অনুষ্ঠিতের আগে শহরের হ্যাপির মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। সভা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে উপহার বিতরণ করা হয়।