গাইবান্ধা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার গিদারীকে পরিবেশবান্ধব বা ইকো ফ্রেন্ডলি ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে। এ নিয়ে ইউনিয়নের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ইদু মিয়ার সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের গাইবান্ধা এরিয়া প্রোগ্রাম অফিস সংশ্লিষ্ট ইউপির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্য দেন রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোসাব্বির হোসেন, সাহাপাড়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, কুপতলা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, খোলাহাটি ইউপি চেয়ারম্যান মাসুম হাক্কানী, বল্লমঝাড় ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী, ঘাগোয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম ও লক্ষ্মীপুর ইউপির প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মোত্তার প্রমুখ।
এর আগে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার উত্তম বি. দাস স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, গিদারী ইউপির সঙ্গে যৌথভাবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাজ করেছে। অবশেষে এ ইউনিয়ন পরিবেশবান্ধব ইউনিয়নের মানদণ্ড পূরণ করতে সক্ষম হয়েছে। সেই অনুযায়ী, ইউনিয়নটিকে প্ররিবেশবান্ধব ইউনিয়ন ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ইদু মিয়া নিজেই আনুষ্ঠানিকভাবে ইউনিয়নটিকে প্ররিবেশবান্ধব ইউনিয়ন হিসেবে ঘোষণা দেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার জোসেফ মার্ডি জানান, আগামী দিনে উপজেলার অন্য ইউনিয়নগুলোকেও পর্যায়ক্রমে প্ররিবেশবান্ধব ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হবে। এ জন্য সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর সঙ্গে একযোগে কাজ করবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এনজিও কর্মী ও সাংবাদিকসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।