ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযানে আটক দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকজন কর্মীর দেশে ফেরা বিলম্বিত হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘মার্কিন পক্ষের পরিস্থিতির কারণে’ বিলম্ব হচ্ছে।
মন্ত্রণালয় আরো জানায়, কর্মীদের তাড়াতাড়ি দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করার জন্য তারা মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন।