চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪১
আজ ভোররাত থেকে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে । ছবি: বাসস

রাঙ্গামাটি, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি বৃদ্ধির ফলে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ গেট দিয়ে সাড়ে তিন ফুট করে পানি ছাড়ায় কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। 

এ কারণে আজ বুধবার ভোররাত থেকে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। 

বাসসকে তথ্য নিশ্চিত করেছেন রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা।

তিনি জানান, বুধবার কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ১৬ টি গেট খুলে দেওয়ায় কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়। এ কারণে বুধবার দিবাগত রাত ৩ টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল আপাতত বন্ধ রয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯ টায় চন্দ্রঘোনা ফেরিঘাটে গিয়ে দেখা যায়, নদীর দুই পাশে কিছু যানবাহন অপেক্ষা করছে পারাপারের জন্য। এ সময় চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মানবাধিকার ও কর্মী মিজানুর রহমান বাবু বলেন, এই নৌ-রুটে প্রাকৃতিক কারণে প্রায়শ ফেরি চলাচল বন্ধ থাকে। যার ফলে জনদুর্ভোগ সৃষ্টি হয়।

মোটরসাইকেল আরোহী শহীদুল ইসলাম, সরফুল আলম এবং সুকুমার বড়ুয়া বলেন, ওপারে যাওয়ার জন্য এসে দেখি ফেরি চলাচল বন্ধ। আমাদের কষ্টের শেষ নেই। এখানে সেতু হলে আমাদের কষ্ট লাগব হবে।

চন্দ্রঘোনা ফেরিঘাটের ইনচার্জ মো. শাহজাহান এবং ফেরিচালক মো. সিরাজ  বলেন, কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে পানি ছাড়ার ফলে নদীতে অনেক স্রোত। তাই বুধবার রাত ৩ টা থেকে আপাতত ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে স্রোত কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে তাইজুল
সুশাসন নিশ্চিত হলে সরকারি কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়ে : টিআইবি
নেপালের নিষেধাজ্ঞায় বিমানের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট স্থগিত
নেত্রকোনায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সচেতনতামূলক প্রচারাভিযান 
চট্টগ্রামের বোয়ালখালীতে ৩৪ শতক জমি উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ
বাংলাদেশ ও গুয়াতেমালা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ
৬ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলংকা
পুতিন ‘পশ্চিমা বিশ্বকে’ পরীক্ষা করছেন : কিয়েভ
অস্ট্রেলিয়ায় কোয়ালার ক্ল্যামিডিয়া টিকার অনুমোদন
ইসরাইল ‘সবসময় মার্কিন স্বার্থে কাজ করে না’: ইসরাইলি দূত
১০