‘পশ্চিমকে বাজিয়ে দেখছেন পুতিন’ : কিয়েভ

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০০ আপডেট: : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৭

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইউক্রেন বুধবার জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ওপর যুদ্ধ আরও তীব্র করছেন এবং পশ্চিমকে বাজিয়ে দেখছেন। পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করা রুশ ড্রোন ভূপাতিত হওয়ার পর কিয়েভ এমন মন্তব্য করেছে।

কিয়েভ থেকে এএফপি জানায়, এ বক্তব্য আসে পোল্যান্ড মিত্রদের সহযোগিতায় আকাশে যুদ্ধবিমান উড়িয়ে তাদের আকাশসীমা লঙ্ঘনকারী ‘বৈরী বস্তু’ ভূপাতিত করার পরপরই।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা এক্স-এ লিখেছেন, ‘ইউক্রেনে ব্যাপক হামলার সময় রুশ ড্রোনগুলো পোল্যান্ডে ঢুকে পড়া প্রমাণ করে, (রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির) আগের অপরাধগুলোর জন্য যথাযথ শাস্তি না হওয়ায় পুতিনের দায়মুক্তির অনুভূতি ক্রমেই বেড়ে চলেছে।’

তিনি আরও বলেন, ‘পুতিন কেবল উত্তেজনা বাড়িয়েই চলেছেন, যুদ্ধ সম্প্রসারিত করছেন এবং পশ্চিমকে বাজিয়ে দেখছেন। যতক্ষণ তিনি জবাবদিহি ছাড়া থাকবেন, ততই তার আগ্রাসন বাড়বে।’

‘এখন দুর্বল প্রতিক্রিয়া দেখালে রাশিয়া আরও বেশি উসকে যাবে, তখন রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউরোপের আরও ভেতরে ঢুকে পড়বে,’ যোগ করেন তিনি।

রাশিয়া পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র ৫০ মাইল (৮০ কিলোমিটার) দূরে অবস্থিত ইউক্রেনের  পশ্চিমাঞ্চলীয় শহর লভিভওসহ ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালায় এমন সময় পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোনের অনুপ্রবেশের এ ঘটনা ঘটে।

সাড়ে তিন বছরের যুদ্ধে একাধিকবার রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র পোল্যান্ডসহ ন্যাটো সদস্য দেশগুলোর আকাশসীমায় প্রবেশ করেছে। তবে কোনো ন্যাটো দেশ আগে কখনো সেগুলো ভূপাতিত করেনি।

পোল্যান্ডের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড এসব ‘অভূতপূর্ব’ আকাশসীমা লঙ্ঘনের নিন্দা জানিয়ে বলেছে, তারা প্রায় ডজনখানেক ড্রোন সদৃশ বস্তু শনাক্ত করেছে, যার কিছু ভূপাতিত করা হয়েছে।

তারা বলেছে, ‘এটি আগ্রাসী কর্মকাণ্ড। এটি আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য বাস্তব হুমকি তৈরি করেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
জার্মানির বার্লিনে এখনো বিদ্যুৎবিহীন ২০ হাজার ঘর-বাড়ি
জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ
দেশের উন্নয়নে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর বিকল্প নেই : চসিক মেয়র 
পুতিনকে চাপ দিতে চীন ও ভারতের ওপর ইইউ শুল্ক আরোপের জন্য ট্রাম্প প্রস্তুত : মার্কিন কর্মকর্তা
১০