মাদারীপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাসস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০১
র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।  ছবি: বাসস

 

মাদারীপুর, ১৩ সেপ্টেম্বর , ২০২৫ (বাসস): জেলায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

অনুষ্ঠানে জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামিনুর হোসেন মিঠু, সদস্য কে এম তোফাজ্জল হোসেন সান্টু খান, জেলা যুবদলের সাবেক সভাপতি সরোয়ার হোসেন, জেলা কৃষকদলের সদস্য সচিব অহিদুজ্জামান খানসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

গতকাল শুক্রবার সন্ধ্যায়  শহরের নতুন বাসস্ট্যান্ড প্লানেট কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বক্তব্যে হেলেন জেরিন খান বলেন, দীর্ঘ ১৭ বছর জাতীয়তাবাদী ছাত্রদল কোনো ক্যাম্পাসে রাজনীতি করতে পারেনি, কিন্তু ছাত্রশিবির ছাত্রলীগের ছায়াতলে থেকে গুপ্ত রাজনীতি করেছে।

তারা ১৭ বছরই ছাত্রলীগের সঙ্গে থেকে ছাত্রলীগের রূপ ধারণ করে গুপ্ত রাজনীতি করেছে। ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশকে মুক্ত করেছি, কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদলের জন্য ক্যাম্পাস এখনো মুক্ত হয়নি।তিনি আরও বলেন, যে ছাত্রদের নেতৃত্বে একটি অভ্যুত্থান হয়েছে, সেই রাজনীতি ক্যাম্পাসে চলবে হলগুলোতে চলবে না এমনটা হতে পারে না। একই জায়গায় দুই রকম নিয়ম হতে পারে না।

কেন্দ্রীয় এ নেত্রী অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর হলে হলে অপরাজনীতি চালিয়ে টর্চার সেলের মাধ্যমে সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর নির্যাতন চালিয়েছে ফ্যাসিস্টদের দোসররা। যার ফলে এখনো হলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত
সঠিক রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব: বাণিজ্য উপদেষ্টা
রাজশাহীতে আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা
খাগড়াছড়িতে এগ্রোইকোলজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৫ জন আহত
শান্ত অবস্থায় ফিরছে নেপাল
জাতিসংঘের সাধারণ পরিষদে হামাস-মুক্ত ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে ভোট
পাকিস্তানে তালেবানের হামলায় ১২ সেনা নিহত
নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন অধ্যাপক ইউনূসের
সুনামগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে নিহত ১
১০