ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাতিসংঘের সাধারণ পরিষদে গতকাল শুক্রবার হামাসমুক্ত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সংস্থাটির অধিকাংশ সদস্য দেশ।
এই প্রস্তাবে হামাসের সম্পৃক্ততা ছাড়াই ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রচেষ্টায় তৎপরতা আনার কথা বলা হয়েছে।
নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তরে এ ভোটাভুটি হয়।
প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের ১৪২টি দেশ।
বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ১০টি দেশ। তাদের মধ্যে ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র রয়েছে।
ভোটদানে বিরত ছিল ১২টি দেশ।
এই প্রস্তাবে স্পষ্টভাবে হামাসের নিন্দা ও তাদের অস্ত্র সমর্পণের দাবি করা হয়।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। তারই পরিপ্রেক্ষিতে সেদিন থেকে গাজায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী।
৭ অক্টোবর হামাসের হামলার নিন্দা জানাতে ব্যর্থতার জন্য ইসরাইল প্রায় দুই বছর ধরে জাতিসংঘের সংস্থাগুলোর সমালোচনা করে আসছে।
ফ্রান্স ও সৌদি আরব কর্তৃক উপস্থাপিত ঘোষণাপত্রে কোনও অস্পষ্টতা নেই।
আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন সম্পর্কিত ‘নিউইয়র্ক ঘোষণাপত্র’ নামে পরিচিত।
এই ঘোষণাপত্রে বলা হয়েছে, হামাসকে অবশ্যই সকল জিম্মিকে মুক্তি দিতে হবে।
জাতিসংঘের সাধারণ পরিষদ ৭ই অক্টোবর বেসামরিক নাগরিকদের ওপর হামাসের হামলার নিন্দা জানায়।
প্রস্তাবে ‘দ্বি-রাষ্ট্রীয় সমাধানের কার্যকর বাস্তবায়নের ভিত্তিতে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের একটি ন্যায্য, শান্তিপূর্ণ ও স্থায়ী নিষ্পত্তি অর্জনের জন্য গাজায় যুদ্ধের অবসান ঘটাতে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার’ আহ্বান জানানো হয়েছে।
আরব লীগ ইতোমধ্যেই ঘোষণার প্রতি সমর্থন দিয়েছে। গত জুলাইয়ে আরব দেশসহ জাতিসংঘের ১৭টি সদস্যদেশ এতে সই করেছিল।
প্রস্তাবে বলা হয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গাজা সংঘাত বন্ধ করতে হবে।
ঘোষণাপত্রে গাজায় নেতৃত্ব থেকে হামাসকে সম্পূর্ণরূপে বাদ দেওয়ারও চেষ্টা করা হয়েছে।
ঘোষণাপত্রে বলা হয়েছে, ‘গাজায় যুদ্ধ শেষ করার জন্য হামাসকে গাজায় তার শাসনের অবসান ঘটাতে হবে এবং একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ আন্তর্জাতিক সম্পৃক্ততা ও সমর্থনসহ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র হস্তান্তর করতে হবে।’
ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এই প্রস্তাব ‘আমাদের জনগণের অধিকারকে সমর্থন করার জন্য আন্তর্জাতিকভাবে আগ্রহ প্রকাশ করে এবং দখলদারিত্বের অবসান ও আমাদের স্বাধীন রাষ্ট্র অর্জনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
এদিকে, ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন ভোটের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, ‘নিউইয়র্ক ঘোষণা’ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে ইসরাইল।
তিনি আরো বলেন, সাধারণ পরিষদ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে।