ভোলায় সাহিদা আক্তার গুণী প্রধান শিক্ষক নির্বাচিত

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬
গুণী প্রধান শিক্ষক মোসাম্মৎ সাহিদা আক্তার সুমনা। ছবি: বাসস

ভোলা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ভোলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে জেলার গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মোসাম্মৎ সাহিদা আক্তার সুমনা। 

তিনি ভোলা সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের ৩৯ নম্বর নজরুল্লাহ সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।  

আগামীকাল বুধবার বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন এই গুণী শিক্ষক।

এর আগে রোববার জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেলাল হোসেনের সভাপতিত্বে এক সভায় তাকে জেলার গুণী প্রধান শিক্ষক নির্বাচন করা হয়। এছাড়া সহকারী শিক্ষক পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন ভোলা সদরের চর ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফারহানা পারভীন জুঁঁই।

বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে গুণী শিক্ষক প্রতিযোগিতায় জেলার ৬ উপজেলার প্রধান শিক্ষকরা অংশ গ্রহণ করেন। জেলা প্রাথমিক শিক্ষা  কর্মকর্তা মো. আমিনুল হক স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়।  

তথ্যমতে, জেলা পর্যায়ের গুণী প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনা বরিশাল ব্রজমোহন কলেজ থেকে সমাজ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।  এছাড়া বরিশাল বিএড কলেজ থেকে বিএড এবং ভোলা পিটি আই থেকে সি ইন এড ডিগ্রি অর্জন করেন। 

এর আগে তিনি ২০১৭ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে গণচীনে শিক্ষা  সফর করেন। এছাড়া তার যোগ্য নেতৃত্বে  নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১৮ ও ২০২২ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়।

গুণী এই প্রধান শিক্ষক সদর উপজেলা প্রধান শিক্ষক সমিতির সিনিয়র  সহসভাপতি এবং উপজেলা শিক্ষা কমিটির সদস্য। সাহিদা আক্তার সুমনা ভোলার সিনিয়র সাংবাদিক এডভোকেট নজরুল হক অনুর সহধর্মিণী। এর আগে তিনি গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার এবং ম্যাস লাইন মিডিয়া সেন্টার এমএমসির প্রশিক্ষণ বিষয়ক কর্মকর্তা ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভেনেজুয়েলার ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩
দুর্গাপূজাকে ঘিরে কুমিল্লায় নেয়া হবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
সীমাহীন কষ্টে বাঘ-বিধবারা
কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলির মামলায় অভিযোগ গঠন বিষয়ে আদেশ বৃহস্পতিবার
এ্যাবে’র ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি ও সহযোগিতা অপরিহার্য : পরিবেশ উপদেষ্টা
খাগড়াছড়িতে কাশফুলের স্নিগ্ধতা উপভোগ করতে পর্যটকদের ভিড়
বগুড়ায় প্রবাসীর স্ত্রী-ছেলেকে হত্যা
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ চোরাকারবারি আটক
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
১০