কুমিল্লা (উত্তর), ১৬সেপ্টেম্বর, ২০২৫(বাসস) : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে পুলিশ লাইন মিলনায়তনে এক সংবাদ সম্মেলন এসব কথা বলেন পুলিশ সুপার নজির আহমেদ খান ।
পুলিশ সুপার আরো বলেন, দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশ ৩টা অংশে কাজ করবে। পূজার প্রস্তুতিকালীন, পূজা চলাকালীন ও বিসর্জনের সময়। সর্বদা ৯৫০ জন পুলিশ সদস্য ছোট ছোট টিম করে সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ মণ্ডপে ফিক্সড পুলিশ স্ট্যান্ড থাকবে। এছাড়াও ডিবির কুইক রেসপন্স টিম থাকবে।
তিনি বলেন, সার্বক্ষণিক গোয়েন্দা টিম কাজ করবে। সোস্যাল মিডিয়া মনিটরের জন্য বিশেষ টিম থাকবে, যাতে কেউ গুজব ও অপপ্রচার ছড়াতে না পারে। প্রত্যন্ত এলাকায় মণ্ডপে পৌঁছতে নৌ যোগে পুলিশের টিম কাজ করবে।
পুলিশ সুপার বলেন, পূজা কমিটির সঙ্গে আমাদের মিটিং হয়েছে। আমরা তাদের কিছু দিকনির্দেশনা দিয়েছি। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে বলা হয়েছে। বিদ্যুৎ চলে গেলে জেনারেটর সার্ভিস রাখার জন্যও বলা হয়েছে।
পূজা মণ্ডপের আশেপাশে কোনপ্রকার মেলা বসানো যাবেনা।
শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনও কাজ করবে। এছাড়াও মণ্ডপের নিজস্ব ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবী টিম রাখার জন্য বলা হয়েছে।
যানজট নিরসনের জন্য পূজা চলাকালীন সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ কাজ করবে বলে জানান তিনি।
এবছর কুমিল্লা জেলার ১৭ টি উপজেলায় মোট ৮১৮ টি পূজা মন্ডপ স্থাপন হবে। এর মধ্যে ৭৬৫ টি প্রতিমা বিসর্জন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম ও পঙ্কজ বড়ুয়া।