ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের এডিটেড ছবি দিয়ে অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
বাংলাদেশে চলমান গুজব ও ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।
ফ্যাক্টওয়াচ হল একটি স্বাধীন ফ্যাক্ট চেকিং সত্তা। যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।
ফ্যাক্টওয়াচ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহফুজ আলমের একটি এডিটেড ছবি ভাইরাল হয়েছে। যুক্তরাজ্য সফররত তথ্য ও সম্প্রচার উপদেষ্টার ওপর হামলার চেষ্টা করেন চব্বিশের গণঅভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা।
লন্ডনে সোয়াস ইউনিভার্সিটিতে আয়োজিত সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময়ের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। যদিও গাড়িটিতে কে ছিলেন ভিডিওতে তা বোঝা যাচ্ছে না। এমন পরিপ্রেক্ষিতে ফেসবুকে মাহফুজ আলমের একটি এডিটেড ছবি ছড়িয়ে দেওয়া হয়।
কথিত ছবিটি নিয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চে উইকিপিডিয়ায় উপদেষ্টা মাহফুজ আলমের একটি ছবি পাওয়া যায়। এই ছবির সঙ্গে মাহফুজ আলমকে নিয়ে প্রচারিত এডিটেড ছবিটির হুবহু মিল রয়েছে। ছবি দুটিতে তাকে একই পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। তার মুখের ভঙ্গিমাও এক। তবে ছবি দুটির ব্যাকগ্রাউন্ড এক নয়।
উইকিপিডিয়ার বর্ণনা থেকে জানা যায়, তথ্য উপদেষ্টার এই ছবিটি ২০২৪ সাল থেকে ইন্টারনেটে রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতেও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে মাহফুজ আলমের এই ছবিটি ব্যবহার করা হয়।
ভিন্ন সময়ের একটি ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করে ব্যাকগ্রাউন্ড এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
সংস্থাটি জানায়, এছাড়া সোয়াস ইউনিভার্সিটিতে আয়োজিত সেমিনারে মাহফুজ আলম যে পোশাকে অংশ নেন, সেটির সঙ্গে প্রচারিত এডিটেড ছবির মিল নেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। এসব বিষয় নজরে এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।