ঝালকাঠিতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সভা

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৫
সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ছবি: বাসস

‎ঝালকাঠি, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ঝালকাঠিতে জেলা পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

‎‎ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠির শাখার উপপরিচালক মো. আলম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।

সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

‎প্রধান আলোচক ছিলেন জেলা ইমাম সমিতির সভাপতি ও বায়তুল মোকারম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হাই নিজামী। সভায় আরও বক্তব্য  দেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপ-প্রকল্প পরিচালক দেবাশিষ দাস, ইসলামি আন্দোলন ঝালকাঠি শাখার সভাপতি হাফেজ মো. আলমগীর, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি শাখার প্রধান সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না, পাবলিক হরিসভার গুরু মহারাজ শ্রী শুকদেব গোস্বামী, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আসাদুর রহমান মান্না প্রমুখ।

সভায়‎ বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির এক অনন্য বৈশিষ্ট্য। এ সম্প্রীতি রক্ষায় সবাইকে আরও সচেতন হতে হবে। সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার বিকল্প নেই। ধর্মীয় শিক্ষা মানুষকে ভালোবাসা ও সহনশীলতার পথ দেখায়—এই মূল্যবোধকে ধারণ করেই এগিয়ে যেতে হবে।

‎সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হাই নিজামী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আলোচনার মাধ্যমেই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা উচিত: জার্মানি
পেরুতে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত, আহত ১৮
বছর ঘুরে দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা, নারায়ণগঞ্জে ৪ স্তরের নিরাপত্তা 
নীলফামারীতে সরকারের সেবার মান্নোয়নে গণশুনানি
রাঙামাটিতে ৪৬টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন 
রাঙ্গামাটিতে বিজিবির মানবিক সহায়তা
কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন
হারিয়ে যাচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী বেত শিল্প
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় নিহত ৫
নেত্রকোণায় টাইফয়েড টিকাদান কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন
১০