ঝালকাঠি শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২১
অবৈধ স্থাপনা উচ্ছেদ । ছবি: বাসস

ঝালকাঠি, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস):জেলার পৌর এলাকায় রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।

আজ বুধবার সকাল সাড়ে দশটায় শহরের শীতলাখোলা এলাকা থেকে এ অভিযান শুরু হয়। পরে শহরের পোষ্ট অফিস সড়ক, কালিবাড়ী সড়ক, লঞ্চঘাট সড়ক, বড় বাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত অবৈধ দোকানপাট, সাইনবোর্ড, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক  অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা, উপসহকারী প্রকৌশলী নাজমুল হাসান, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আল-আমিন তালুকদারসহ উচ্ছেদ কমিটির অন্যান্য সদস্যরা।

পৌর প্রশাসক কাওছার হোসেন বলেন, জেলা শহরের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন অনেক ব্যবসায়ী। আজ থেকে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। অবৈধ স্থাপনা সম্পূর্ণ উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, অবৈধ বিলবোর্ড, ফেস্টুন ও স্থাপনা উচ্ছেদে নিয়মিতভাবেই অভিযান পরিচালিত হবে। এতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবেন এবং শহরের সৌন্দর্য অক্ষুণ্ন থাকবে।

অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে : র‌্যাব মহাপরিচালক
রেলওয়ে পুলিশের সকল থানায় কাল থেকে অনলাইন জিডি চালু 
চীনে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় রাগাসা
ফেনীতে বেড়েছে পুজামণ্ডপ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক
পঞ্চগড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মশালা
দুর্গাপূজা উপলক্ষে জমে উঠেছে সাতক্ষীরা শহরের শপিংমল, ক্রেতাদের উপচে পড়া ভিড়
আগামী ৬ নভেম্বর হাবিপ্রবি’র ছাত্র সংসদ নির্বাচন
লালমনিরহাটে অজুুখানার নির্মাণসামগ্রী বিতরণ
মাদারীপুরে ট্রমা সেন্টারের ভবন আছে সেবা নেই
১০