মুন্সীগঞ্জে ভোটার বেড়েছে ৭৭ হাজার ৮৬৭ জন

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১০:৪০
ভোটার তালিকা হাল নাগাদ করা হচ্ছে। ছবি: বাসস

মোঃ মঞ্জুর মোর্শেদ

মুন্সীগঞ্জ, ৫ অক্টোবর ২০২৫ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হাল নাগাদ করা হচ্ছে। মুন্সীগঞ্জ জেলায় খসড়া ভোটার তালিকা অনুসারে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ১৯ হাজার ৬১৪ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হালনাগাদকৃত ভোটার তালিকা অনুযায়ী জেলায় মোট ভোটার বেড়েছে ৭৭ হাজার ৮৬৭ জন। এর মধ্যে পুরুষ ৩৭ হাজার ৫৪১ জন, মহিলা  ৪০ হাজার ৩২৩ জন এবং হিজরা ৩ জন। 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, খসড়া ভোটার তালিকা অনুসারে জেলায় বর্তমানে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ১৯ হাজার ৬১৪ জন। এর মধ্যে পুরুষ ৭ লাখ ৩০ হাজার ৪৩৫ জন   মহিলা ৬ লাখ ৮৯ হাজার ১৭৫ জন এবং হিজরা ৪ জন। ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ১৩ লাখ ৪১ হাজার ৭৪৭ জন। এর মধ্যে পুরুষ ছিল ৬ লাখ ৯২ হাজার ৮৯৪ জন এবং মহিলা ৬ লাখ ৪৮ হাজার ৮৫২ জন। 

মুন্সীগঞ্জ - ১ (শ্রীনগর -সিরাজদিখান) আসনে মোট ভোটার ৫ লাখ ৩৯ হাজার ৩০৩ জন । শ্রীনগর উপজেলায় ভোটার ২ লাখ ৬৭ হাজার ৯৮৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩৭ হাজার ২০৭ জন; মহিলা ১ লাখ ৩০ হাজার ৭৭৭ জন এবং হিজড়া ১জন। সিরাজদিখান উপজেলায় ভোটার  ২ লাখ ৭১ হাজার ৩১৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩৯ হাজার ৭৫৬ জন এবং মহিলা ১ লাখ ৩১ হাজার ৫৬২ জন । 

মুন্সীগঞ্জ - ২ (লৌহজং - টংগিবাড়ী ) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৪২৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯১ হাজার ৭১৩ জন এবং  মহিলা ১ লাখ ৮১ হাজার ৭১৫ জন। লৌহজংয়ে মোট ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩১৭ জন এর মধ্যে পুরুষ ৮৮ হাজার ৯৪২ এবং মহিলা ৮৫ হাজার ৩৭৫ জন।  টংগিবাড়ীতে মোট ভোটার ১ লাখ ৯৯ হাজার ১১১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২ হাজার ৭৭১ জন এবং মহিলা ৯৬ হাজার ৩৪০ জন।

মুন্সীগঞ্জ - ৩ ( মুন্সীগঞ্জ সদর - গজারিয়া ) আসনে মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ৮৮৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬১ হাজার ৭৫৯ জন এবং মহিলা ২ লাখ ৪৫ হাজার ১২১ জন। মুন্সীগঞ্জ সদরে মোট ভোটার ৩ লাখ ৫৪ হাজার ৪৬৩ জন । এর মধ্যে পুরুষ ১ লাখ ৮৩ হাজার ৭২৬ জন, মহিলা  ১ লাখ ৭০ হাজার ৭৩৪ জন এবং হিজড়া ৩ জন। গজারিয়ায় মোট ভোটার ১ লাখ ৫২ হাজার ৪২০ জন। এর মধ্যে পুরুষ ৭৮ হাজার ৩৩ জন এবং মহিলা ৭৪ হাজার ৩৮৭ জন।

মুন্সীগঞ্জ জেলা নির্বচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন বাসসকে জানান, ভোটার তালিকা হালনাগাদের কাজ চলমান রয়েছে । আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদের কাজ চলমান থাকবে। চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা কিছুটা বৃদ্ধি পাবে। 

তিনি বলেন, বিগত সময় ভোট দিতে না পারায় অনেকে ভোটার হতে আগ্রহী ছিলেন না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট নিজে দিতে পারার নিশ্চয়তা তৈরি হওয়ায় এ বছর নাগরিকদের মধ্যে ভোটার হওয়ার আগ্রহ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মহিলা এবং তরুণ প্রজন্ম স্বেচ্ছায় অফিসে এসে ভোটার হচ্ছে। এছাড়া অনেক প্রবাসীও নতুন ভোটার হয়েছে। জেলার ৩ টি সংসদীয় আসনে মোট কেন্দ্রের সংখ্যা ৪৬৯ । ভোট কেন্দ্রের সংখ্যার  কোন পরিবর্তন হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত
সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই জমা দেবে ঐকমত্য কমিশন
কুমিল্লায় ১২ লাখ ৬৮ হাজার টিকা পাবে শিশু-কিশোররা
জামায়াতের আমিরের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সিলেটে পাথর লুট ও হত্যা মামলার আসামি আলফু গ্রেপ্তার
হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার 
ইন্দোনেশিয়ার মাদ্রাসা ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৭
রোকেয়ার জন্মভিটায় বিভাগীয় পাঠক সম্মেলন অনুষ্ঠিত
রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
আজ বিশ্ব শিক্ষক দিবস
১০